|

শরীয়তপুর মহাসড়কে ভাঙ্গা চোরা গর্তে ট্রাক উল্টে নিহত ৩

প্রকাশিতঃ ১১:২৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

3 killed in truck collapse in Shariatpur highway

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলায় ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে ভাঙ্গা চোরা গর্তে কনস্ট্রাকশনের মালা মাল ভর্তি একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায় এতে তিন যুবক নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত সবার বাড়ি জামালপুর জেলায় নিহতরা হলেন, ছাদ্দাম হোসেন (২২)হালিম হোসেন (২২) অপর নিহতের নাম এখনো জানা যায়নি। আহতরা ও জামাল পুর জেলার নাগরিক এরা হলেন- মঞ্জুরুল ইসলাম (২০), সাইদুল ইসলাম (২১) হায়দার (২৩),

প্রত্যেকদর্শী মোঃ সুমন দেওয়ান জানান, আমি ট্রাকটির পাশ দিয়েই মটর সাইকেল চালিয়ে যাচ্ছিলাম এর মধ্যে দেখলাম উচু নিচু রাস্তায় পল্টি খেয়ে খাদে পড়ে গেলো।

অপর আরেক প্রত্যেক্ষদর্শী টিপু মিয়া আক্ষেপ করে বলেন, এই রাস্তাটা দিয়ে দৈনিক হাজার গাড়ি চলে কিন্তু এ রাস্তাটা শরীয়তপুর মনোহরা মোড় থেকে চাঁদপুর ঘাট পর্যন্ত এতো খারাপ আর রাস্তার মধ্যে বড় বড় গর্ত থাকায় দৈনিকই ঘটছে ছোট বড় দূর্ঘটনা, সরকারের কাছে আবেদন এই রাস্তাটা দ্রুত ঠিক করে গাড়ি চলাচলের উপযোগী করা হোক।

3 killed in truck collapse in Shariatpur highway

বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাঁদপুর থেকে বিল্ডিং কনস্ট্রাকশনের মালামাল ও ১০ জন লেভার নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাচ্ছিলো, এসময় জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন এদের মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে সাময়ীক চিকিৎসা দিয়ে তাদের দেশের বাড়ি জামালপুরে পাঠিয়ে দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।

ভেদর গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে মোট ৬ জনকে, এদের মধ্যে যে তিন জন মারা যায় তাদের এখানে নিয়ে আসার আগেই বাকি ৩ জনকে চিকিৎসা দিয়ে তাদের দেশের বাড়ি জামালপুর মাদারগঞ্জ হাসপাতাল যাওয়ার ব্যাবস্থা করা হয়েছে বলে জানান, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে টি.এস.আই ডা. আতিকুর রহমান।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪