|

লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচনে ৩৭টি মনোনয়পত্র দাখিল

প্রকাশিতঃ ৯:১৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ 
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচনে ৩৭টি মনোনয়ন দাখিল করা হয়েছে। রবিবার বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়ন দাখিল করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর, নির্বাহী ম্যাজিষ্টেট ও রিটানিং কর্মকর্তা ফাতেমা তুর্জ জোহরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ পদের বিপরীতে ৩৭টি মনোনায়ন দাখিল করা হয়। এর মধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, কোষাধ্যক্ষ পদে ২জন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ৪জন, ক্রীড়া ও সমাজসেবা পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক পদে ৪জন ও কার্য নিবাহী সদস্য পদে ৯জন প্রার্থী তাদের মনোনায় পত্র দাখিল করেন।

উল্লেখ্য, হাইকোর্টের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে গত (২০ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সে আলোকে আজ ২৫ ফেব্রুয়ারী রবিবার রিটানিং অফিসারের নিকট প্রেস ক্লাব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়।

আগামিকাল ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই এবং (২৮ ফেব্রুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দার্য করা হয়। আগামী ৪ মার্চ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৭২জন (সাংবাদিক) সদস্য ওইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে তফসিল ঘোষণার পরপর লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। প্রার্থীরা যে যার মত করে ভোটারদের কাছে ভোট চাইছেন।

 

দেখা হয়েছে: 461
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪