|

৬ মাসেই সন্তান প্রসব, ধর্ষণ মামলা নিয়ে প্রশ্ন!

প্রকাশিতঃ ৩:০২ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০১৮

অনলাইন বার্তাঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের ৬ মাসের মাথায় এক গৃহপরিচারিকা সন্তান প্রসব করেছেন। এদিকে ৬ মাসে সন্তান প্রসবের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে মোরেলগঞ্জ থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের হয়। এখন মামলাটির ভিত্তি নিয়েও অভিযোগ তুলেছেন অনেকে।

এদিকে মামলাটি আদৌ সত্য নয় বলে দাবি আসামি পক্ষের। তারা বলছেন, শত্রুতার কারণে অন্যের বোঁঝা পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে সানকিভাঙ্গা গ্রামের ওষুধ ব্যবসায়ী আলী হায়দার হাবলুর উপর। ফলে তার পরিবারটি এখন ধ্বংসের পথে।

শুক্রবার বিকেল ৩টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ উত্থাপন করেছেন হাবলুর বৃদ্ধ পিতা মো. আবুল হোসেন শাহ ফকির। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৫ নভেম্বর থানায় হাবলুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মা কালিকাবাড়ি গ্রামের রাহিলা বেগম।

মামলায় রাহিলা বেগম বলেছেন, গত ৬ জুন হাবলু তার গৃহপরিচারিকাকে (১৫) জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষণের মাত্র ৬ মাস ৩ দিন পরে গত ১০ জানুয়ারি মেয়েটি বাড়িতে বসেই একটি সন্তান প্রসব করে।

হাবলুর পিতা বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে একটি নোংরা মামলায় জড়ানো হয়েছে। হাবলুর দ্বারা ওই মেয়ে ধর্ষিত হয়নি। এদিকে ধর্ষণের ৬ মাসের মাথায় সন্তান প্রসবের খবরে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকে মামলার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।

ঘটনা সম্পর্কে মামলার আসামি আলী হায়দার হাবলু বলেন, ‘আমি নির্দোষ। মেয়েটি সন্তান প্রসব করেছে। এখন ডিএনএ টেষ্ট করা হোক’।

এ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল বাসার বলেন, মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে ভিকটিম সন্তান প্রসব করেছে। এখন আসামির সাথে ডিএনএ প্রোফাইলিং করে মামলার একটা সুরাহা করা হবে।

দেখা হয়েছে: 448
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪