|

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষে আহত ৭ গ্রেফতার ২

প্রকাশিতঃ ৪:৩৮ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

সংঘর্ষ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়াঃ
বরিশালের আগৈলাঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে উপজেলার ভালুকশী গ্রামে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় স্কুলের ৭ জন ছাত্র আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ ছাত্রকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, পূর্ব বিরোধের জের ধরে আগৈলঝাড়ার সীমান্তবর্তী বার্থী গ্রামবাসী ও ভালুকশী গ্রামবাসীর মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধের জের ধরে বুধবার সকালে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামিম সরদার, মেহেদীকে পেয়ে ইভটিজিং-এর অভিযোগে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জব্বার ফকির, অষ্টম শ্রেণীর ছাত্র রাজু ফকির হামলা চালিয়ে তামিম ও মেহেদী হাওলাদারকে বেদম মারধর করে।

খবর পেয়ে তার সহপাঠী লাদেন প্যাদার নেতৃত্বে ১০-১২ জন ছাত্র ভালুকশী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে জব্বার ফকির, রাজু ফকিরকে মারধর করে। এসময় স্কুলের ছাত্ররা হামলাকারীদের ধাওয়া করে লাদেন প্যাদা. শাওন হাওলাদার, তয়ন বেপারীকে বেদম মারধর করে ও লাদেন প্যাদার মোটরসাইকেল ভাংচুর করে।

সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শাওন ও তয়নকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করে।

আগৈলঝাড়া থানার ওসি আব্দুল রাজ্জাক মোল্লা জানান, দায়েরকৃত মামলায় আটককৃত ২ স্কুলছাত্রকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কারাগারে প্রেরণ করেন। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 415
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪