|

ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৭৯

প্রকাশিতঃ ৭:০৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০১৮

মোঃ কামাল হোসাইন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ ৭৯ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারী ) সকালে তারাকান্দার মধুপুর ও ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় এসব দূর্ঘটনা গুলো ঘটে। বিষয়টি তারাকান্দা থানার ওসি মাজহারু হক ও ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মাজহারুল হক জানান, শেরপুরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৫টি বাস পিকনিকে যাওয়ার জন্য ঢাকা সাভারের ফ্যান্টার্সি কিংডমের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পরে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকায় পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়।

এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ অনন্ত ৩৯জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৭ শিক্ষার্থীকে মমেক হাসপাতালের অনস্টোপ ক্যাজুয়ালটিতে চিকিৎসা দদেওয়া হহচ্ছে। বাকী ৩২জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

এদিকে আহত শিক্ষার্থীদের দেখতে মমেক হাসপাতাল পরিদর্শন করে ও সমবেদনা প্রকাশ করেছেন, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম। এসময় তিনি সবার মঙ্গল ও দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

অন্যদিকে ওসি জাকিউর জানান, ঘন কুয়াশা কারনে ময়মনসিংহের ত্রিশালে একের পর এক বাসের ধাক্কায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন জানান, ত্রিশাল থেকে ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিলো স্থানীয় রাসেল গার্মেন্টসের একটি বাস। এ সময় পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এরপর এক এক করে পেছনের বাসগুলোর একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসগুলো। এসময় আহত হন বিভিন্ন যানবাহনের ৪০ যাত্রী। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

ওসি জাকিউর জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

দেখা হয়েছে: 478
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪