|

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিভাবকসহ ৮ জন গ্রেফতার

প্রকাশিতঃ ৭:৫৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ :
ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীসহ ৮ জন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন পরীক্ষার্থী ও পাঁচজন অভিভাবক রয়েছে।

এরা ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া কওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী খাইরুল ইসলাম (১৬) জাকারিয়া (১৬) ও ফজলে রাব্বি (১৬)।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, শনিবার গণিত পরীক্ষার সময় ময়মনসিংহ জিলা স্কুলের গেটের সামনে ইসরাত জাহান নামে এক অভিভাবকে মোবাইলের ফেসবুক মেসেনজারে প্রশ্ন পায় পরীক্ষায় দায়িত্বরত কর্মকর্তারা। তখন তাকে আটক করে পুলিশ।

পরে তার দেয়া তথ্যে অনুযায়ী দাপুনিয়া এলাকা থেকে তিন পরীক্ষার্থীসহ ছয়জন ও সদরের বিদ্যাগঞ্জ এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানায়, শনিবার গণিত পরীক্ষা শুরুর পূর্বে শহরের জিলা স্কুলের গেইটে ইসরাত জাহান নামে একটি অভিভাবককে ঘিরে কিছু সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের জটলা দেখতে পায় পুলিশ।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ওই মহিলাকে স্কুলের ভিতর নিয়ে যান এবং তার মোবাইলের মেসেনজারে চলমান গণিত পরীক্ষার প্রশ্নের হুবুহু মিল পেয়ে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটককৃত ইসরাত জাহান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে খাইরুল ইসলাম (১৬) জাকারিয়া (১৬) ও ফজলে রাব্বি (১৬) নামে তিন পরীক্ষার্থী এবং আরিফুল ইসলাম, রাকিব মিয়া ও রফিকুল ইসলাম নামে তিন অভিভাবককে আটক করে।

পরে সদর উপজেলা সুতিয়াখালী বড় বিলার পাড় রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সৌরভ বর্মন নামে আরো এক অভিভাবককে আটক করে। এদের কাছেও মোবাইলের মেসেঞ্জারে চলমান পরীক্ষার হুবুহু প্রশ্ন মিল পাওয়া যায়।

প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় ময়মনসিংহ জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শফিক উল্লাহ, দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব এমদাদুল হক খান এবং সুতিয়াখালী বড় বিলার পাড় রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বাদি হয়ে ৮ জনের নামে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

দেখা হয়েছে: 416
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪