|

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে আ’লীগের মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
আগামী ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা ও মহানগর আ’লীগের আয়োজনে কাইছার মেমোরিয়াল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।

এসময় জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ যা করেছে মানুষের জন্য করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছে দেশ ও মানুষের জন্য করেছে। এই ম্যান্ডেট নিয়েই আমার মানুষের কাছে যেতে চাই। আবার সেই ম্যান্ডেট নিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর কাজে মাথা উচ করে দাড় করাতে চাই। বড় দল হিসেবে নেতা নেতায় নেতৃত্বের লড়াই থাকতেই পারে।

চাওয়া পাওয়া নিয়ে নেতাদের সঙ্গে কর্মীদের মান অভিমান, মতভেদ থাকতে পারে। সেগুলো ভুলে গিয়ে এখন সবাইকে এক জায়গায় হতে হবে। এখন আমাদের একটাই লড়াই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা। মনে রাখতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়াই দুর্নীতিবাজদের সঙ্গে লড়াই।

এ লড়াইয়ে জিততে হবে এছাড়া রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিনত করে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে। এর মধ্যে দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও সম্পর্ক তৈরী করে আগামী রাজশাহী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই।

এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা. সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ।

এছাড়াও আওয়ামী লীগ রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

দেখা হয়েছে: 480
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪