|

ঝলকাঠিতে এক কচু দাম ১ হাজার টাকা

প্রকাশিতঃ ৭:৪৮ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

ঝলকাঠি প্রতিনিধিঃ

ঝলকাঠিতে বিশাল আকৃতির মান কচু। প্রায় এক মনের এই মান কচুর দাম হাকিয়েছে এক হাজার পাচঁ শত টাকা। কচু কিনতে ও দেখতে চারপাশে অসংখ্য লোকের ভিড় করছিল। কাছে গিয়ে জানা যায়, এক কচুর ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। কচু বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

কচুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরহোসেন আকন হাজার টাকা দরে ক্রয় করেছে। শুক্রবার বিকালে ঝালকাঠির ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দা বাজারে দেখা মেলে এ কচুর। স্থানীয়ভাবে চায়না কচু নামে এটি পরিচিত। তবে কৃষি অফিসের মতে, এটি হাইব্রিড মান কচু। এধরনের মান কচু শুধু পানের বরের পাশেই উৎপাদন সম্বব।

কচু বিক্রেতা সুখা রঞ্জন বেপারি জানান, উপজেলার ধানসিড়ি ইউনিয়ানের চারুখান এলাকার বেশ কয়েকটি পান বরে চাষাবাদ হচ্ছে এ কচু। পানের বরে ও বাড়ির আঙিনায় তিন থেকে চার ফুট গর্ত করে ছাই ও আবর্জনা দিয়ে গর্তভর্তি করে এর ওপরে চারা রোপন করতে হয়।

একটি কচু ৩৫ কেজি থেকে এক মণ ওজন হতে সময় লাগে আড়াই থেকে তিন বছর। এক মণ ওজনের একটি কচু শহরের বাজারে এক হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি করা সম্বব, তবে গ্রাম বাজার হওয়ায় এক হাজার টাকায় বিক্রি করেছি।

দেখা হয়েছে: 1230
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪