|

প্রেমিকের কথামতো ঘর ছাড়ার পরদিন লাশ হলো নবম শ্রেনীর ছাত্রী

প্রকাশিতঃ ২:৫৪ অপরাহ্ন | মার্চ ০১, ২০১৮

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
প্রেমিকের কথামতো গত সোমবার সকালে ঘর ছেড়ে ছিলেন নবম শ্রেনীর ছাত্রী মাহাফুজা আক্তার মিতু (১৫)। একদিন বাদেই মঙ্গলবার রাতে আবার বাড়ি ফিরে আসেন স্বর্বস্ব খুইয়ে। কিন্তু মায়ের কথামতো পরদিন সকালে খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ফিরিয়ে আনতে ব্যার্থ হয় মিতু।

উপায়ান্তর না দেখে অবশেষে বিষপান করে মিতু। প্রতিবেশীরা টের পেয়ে মিতুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার দুর্গাপুর পৌর এলাকার বরিদ বাঁশাইল গ্রামে। ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে মিতু দুর্গাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন। স্কুলে আসা যাওয়ার পথে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মিতু।

এ ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য মিতুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। মিতুর প্রতিবেশী ও বান্ধবীদের সাথে কথা বলে জানা গেছে, পৌর এলাকার চৌবাড়িয়া গ্রামের দেলশাদ আলীর পুত্র ও দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র শাকিল হোসেনের সাথে স্কুলে আসা যাওয়ার পথে মিতুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত সোমবার সকাল ৮ টার দিকে শাকিলের কথামতো গোপনে ঘর ছেড়ে পালিয়ে যায় মিতু। পরদিন মঙ্গলবার রাত ৮টার দিকে পুণরায় বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় শরীরে যে স্বর্ণালঙ্কার ও হাতে যে মোবাইল ফোন ছিল তা আর ফিরিয়ে আনতে পারেনি মিতু। প্রেমিক শাকিল মিতুর ব্যবহৃত মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে মিতুকে বাড়ি পাঠিয়ে দেয়।

এ কারনে মিতুর মা রাতে মিতুকে অনেক গালমন্দ করে সকালের মধ্যেই সেগুলো ফিরিয়ে আনতে বলে। তবে সকাল হয়েছে ঠিকই কিন্তু মিতু তার খোয়া যাওয়া মোবাইল ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে আনতে ব্যার্থ হয়ে বাড়ির অদুরেই আমবাগানে গিয়ে বিষপান করে। প্রতিবেশীরা টের পেয়ে বুধবার সকাল ১০ টার দিকে মিতুর মাকে খবর দেয় ও মিতুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

এ সময় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নাইমা খাতুন মিতুকে মৃত ঘোষণা করেন। মিতুর মা মঞ্জুয়ারা বেগম জানান, তার মেয়ে মিতু বাড়ি থেকে যাওয়ার সময় যে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছিল সেগুলো কেড়ে নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় কথিত প্রেমিক শাকিল। এ কারনে তাকে সামান্য গালমন্দ করা হয়। কিন্তু তার মেয়ে বিষপান করবেন তা তিনি বুঝতে পারেননি।

মিতুর দাদা বেরাজ উদ্দিন অভিযোগ করেন, তার ছেলে শফিকুল ইসলামকেও গত দুই বছর আগে মিতুর মা মঞ্জুয়ারা বেগম পরকিয়ার জের ধরে ভাতের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছিল। মিতুর মৃত্যুর জন্যও তার মা নিজেই দায়ী। ঘটনার সুষ্ঠ তদন্ত করে এর বিচার দাবি করেন তিনি।

দুর্গাপুর থানার এস আই মীর্জা মোজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় মিতুর মা মঞ্জুয়ারা বেগম থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মিতুর মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে।

সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান, যেহেতু সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মিতু কথিত প্রেমিকের সাথে বাড়ির বাইরে অবস্থান করছিল।

সেহেতু সে ধর্ষিত হয়েছে কিনা তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিস্কার হওয়া যাবে। এছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে মিতুর বুক, পিঠ ও ডান হাতে কালশিরা দেখা গেছে।

দেখা হয়েছে: 462
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪