|

রাজশাহী-১ আসনে এমপি ফারুকের মনোনয়নে ফের অনিশ্চয়তা

প্রকাশিতঃ ১১:২৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৩, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী দলীয় মনোনয়ন নিয়ে ফের অনিশ্চয়তার গুঞ্জন বইছে।

সূত্র জানায়, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ১টি বাদ দিয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্র¯ত্তর স্থাপন ও উদ্বাধন করেছেন। কিন্তু এমপি ফারুক চৌধূরীর মালিকানাধীন একটি কলেজের ভিত্তি প্রস্থর স্থাপনে প্রধানমন্ত্রী অসম্মতি জ্ঞাপন করায় ফারুক চৌধূরীর মনোনয়ন নিয়ে সাধারণের মধ্যে ফের আলোচনার সৃষ্টি হয় ও এমপি অনুগত শিবিরের চোখে-মূখে হতাশার ছাপ ফুটে উঠে বলে আলোচনা রয়েছে।

চলতি বছরের ২২ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার রাজশাহী সরকারি মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এদিন তিনি রাজশাহীর উন্নয়নে ৩০টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১টি বাদ দিয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বাদ দেয়া উন্নয়ন প্রকল্পটি ছিলো রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরীর মালিকানাথীন ‘শাহ্ মখ্দুম মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন’।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য এদিন রাজশাহীর ৩০টি উন্নয়ন কাজের নাম ফলক স্থাপন করা হয়। কিšত্ত ‘শাহ্ মক্দুম মেবিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণের শুভ ভিত্তিপ্রস্থর স্থাপন ওই নামফলক দেখেই প্রধানমন্ত্রী বিরক্ত হন এবং ওই নামফলক সাদাকাগজে মুড়িয়ে সেটি বাদ রেখে ২৯টি উন্নয়ন কাজের ভিত্ত্প্রিস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

এদিকে শাহ্ মক্দুম মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনে প্রধানমন্ত্রী অসম্মতি জ্ঞাপনের খবর ছড়িয়ে পড়লে এমপি ফারুক চৌধূরীকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় উঠে। রাজনৈতিক পর্ডবেক্ষক মহলের অভিমত, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী যখন একজন এমপির কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন বা ভিত্তিপ্রস্থর স্থাপনে অসম্মতি জ্ঞাপন করেন তখন বুঝতে হবে সেই এমপিকে প্রধানমন্ত্রী কোন দৃষ্টিতে দেখেন নিশ্চয় মন্দ।

এদিকে তৃণমূলের অভিমত, প্রধানমন্ত্রী যখন একজন এমপির কোনো প্রকল্প উদ্বোথন বা ভিত্তিপ্রস্তর স্খাপনে অসম্মতি জনানাই তখন সেই এমপিকে আগামিতে দলীয় মনোনয়ন যে দিবেন না সেটা বলা যেতেই পারে। আর এসব বিবেচনায় এমপি ফারুক চৌধূরীর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে এলাকায় ব্যাপক প্রচার রয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী জেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, ইতমধ্যে তৃণমূলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ত্যাগী ও প্রবীণদের বঞ্চিত করে হাইব্রিডদের অধিক মূল্যায়ন, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, বিএনপি-জামায়াতপ্রীতি ও মাদক কানেকশান ইত্যাদি নিয়ে ব্যাপক সমালোচনা বইছে। এখন তার বিষয়ে প্রধানমন্ত্রীর এই অবস্থান সত্যিই তাদের ভাবিয়ে তুলেছে আবার এমপি অনুগত শিবিরেও চরম হতাশা ফুটে উঠেছে।

সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও সাধারণের মতামতের ভিত্তিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটি দেশের ৮০টি সংসদীয় আসনকে অত্যন্ত ঝুকিপূর্ণ চিহ্নিত করে সেই সব আসনে নতুন প্রার্থী দেয়ার পরিকল্পনা বা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

এসব ঝুকিপূর্ণ ৮০টি আসনের মধ্যে প্রথম দিকেই রয়েছে রাজশাহী-১‘তানোর-গোদাগাড়ী’ সংসদীয় আসন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওমর ফারুক চৌধূরীর আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়া অনেকটা ঝুকির মূখে পড়েছে এমপি অনুগত শিবিরেও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা

তাদের অভিমত, এই আসনটি ধরে রাখতে হলে এখানে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন ব্যতিত কোনো বিকল্প নাই। আর যদি সেটা হয় তাহলে রাজশাহী আওয়ামী লীগে এমপি ফারুক চৌধূরীর দীর্ঘ প্রায় দু’দশকের একচ্ছত্র আধিপত্যর অবসান হতে চলেছে বলেও গুঞ্জন বইছে।

এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরীর ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দেখা হয়েছে: 494
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪