|

ময়মনসিংহে মডেল ক্যাডেট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ ২:৫০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহে একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে মডেল ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোতায় অংশ নেয়া কমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী ) সকাল ১১ টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় কমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য গড়ে উঠা মডেল ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক মো. নাজমুল আহসান, প্রধান শিক্ষক গাজী সাহানা বেগম ও সেলিনা উম্মে জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন, ডাঃ ফরহাদ তরফদার, ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরনে বিস্কুট খেলা প্রতিযোগিতায় অংশ নেয়া প্রথম ও গুপ্তধনে দ্বিতীয় স্থান অধিকারী হয়েছেন, সাংবাদিক কন্যা মোছাঃ মাকসুদা আক্তার দৃস্টি ( মাসুদ )।

এবিষয়ে প্রধান শিক্ষক গাজী সাহানা বেগম জানান, ২০০৯ সালে গুটি কয়েকজন শিক্ষার্থী নিয়ে মডেল ক্যাডেট স্কুলটি প্রথম যাত্রা শুরু করেন। পরবর্তীতে ধাপে ধাপে এগিয়ে যাচ্চে এই প্রতিষ্ঠানটি। এখন কয়েক বছরের ব্যবধানে সহস্রাধিক শিক্ষার্থী হয়েছে।

প্রতি বছরেই একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি আমরা করে থাকি। এবারও ক্রিয়া প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে ১৮০ জন কমলমতি শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ৮০ জন শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে পুরস্কার পেয়েছে।

দেখা হয়েছে: 423
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪