|

একুশে বইমেলায় মাহতাব হোসেনের উপন্যাস বেজক্যাম্প হোটেলের মধ্যরাত

প্রকাশিতঃ ১:৫৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

রবিউল ইসলাম রিমন, বিশেষ প্রতিনিধিঃ

মাহতাব হোসেন। দৈনিক কালের কণ্ঠে সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। জন্ম দিনাজপুর জেলার রেলওয়ে শহর পার্বতীপুরে। ব্রিটিশ ছোঁয়া লাল ইট, আর রেলকে সমান্তরালে সখ্য রেখে বেড়ে ওঠা। শৈশব কৈশোর কেটেছে সেখানেই। জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় কেটেছে রংপুরে।

পড়াশোনা করেছেন, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস বেজক্যাম্প হোটেলের মধ্যরাত। ২০১৬ ও ২০১৭ সালে ‘ঈশ্বরদী বাইপাস’ ও ‘তনিমার সুইসাইড নোট’ নামে দুটি গল্পগ্রন্থ বইমেলায় বেশ আলোচিত হয়।মাহতাব হোসেন গল্প লেখালেখির পাশাপাশি স্ক্রিনপ্লে রাইটার হিসেবেও যুক্ত রয়েছেন।

★বেজক্যাম্প হোটেলের মধ্যরাত উপন্যাসটির মূল্য ১৩১ টাকা।

★লিংকঃ https://goo.gl/HydhHA ।

★ফোন অর্ডার ১৬২৯৭ অথবা ০১৫ ১৯৫২ ১৯৭১ ।

উপন্যাসটির কিছু অংশ তুলে ধরা হল-

আমি আর এলিটা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। ঘুমিয়ে গেছে পুরো পারো। নিস্তব্ধ পৃথিবী। এলিটার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট। শব্দের সাথে অনুমান করা যায় তার নাকের কাছটা তিরতির করে কেঁপে উঠছে। শরীরে পুলওভার চাপিয়েছি। আমার না, এলিটার। কে জানতো ফের এই বেজক্যাম্পেই এসে ঠেকবো, কে জানতো আবার আমাদের দুজনকে প্রকৃতি এই বারান্দায় এনে ফেলবে, ঠিক এমনই নিশিরাতে।

ঠিক যেন সেই রাত ফিরে এসেছে, যেখান থেকে ভালো মন্দের শুরু। যেখান থেকে টর্নেডো শুরু হয়ে পরিণত হলো শান্ত সমুদ্রে। আজকের সাথে সেদিনের পার্থক্য এক জায়গায়। সে রাতে চাঁদ ছিল না। আজকের ঘুমন্ত পারোর আকাশে এক থালা নিঃসঙ্গ চাঁদ রয়েছে। পারোর শীত, কুয়াশার চাঁদর জোছনাকে মলিন করতে পারে নি বটে। চাঁদের আলো ফিনকি দিয়ে ঝরছে।

এলিটার মুখ যেন গ্রামের মেলা থেকে কেনা একটুকরো ঝকঝকে আয়না, আলো প্রতিফলিত হয়ে চাঁদকেই ফিরিয়ে দিচ্ছে।

দেখা হয়েছে: 688
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪