|

ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা

প্রকাশিতঃ ৪:০৯ পূর্বাহ্ন | মার্চ ০৫, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: 

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এক স্কুল ছাত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে লুটপাট চালিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলার শিকার গুলবার রহমান বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানাগেছে উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র নুরপুর গ্রামের গোফ্ফার আলী ছেলে সবুজ (১৮) প্রেমের প্রস্তাব দেয়। কয়েক দিন থেকে সবুজ এবং তার বন্ধুরা মিলে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে নানা ভাবে উত্তক্ত করে আসছিল।

শুধু রাস্তা ঘাটে নয় বিভিন্ন সময় বিদ্যালয়ে গিয়ে জোরপূর্বক প্রেমের প্রস্তাব দেয়। সেই সাথে ছাত্রীদের ছবি মোবাইল ফোনে ধারণ করতো। সবুজের সেই প্রস্তাবে রাজি না হয়ে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক গুলবার রহমানকে জানায় সেই ছাত্রী।

বিষয়টি আমলে নিয়ে সবুজসহ তার সহযোগিদের নিষেধ করেন শিক্ষক গুলবার রহমান। শিক্ষকের কথায় কান না দিয়ে তাদের পিছনে থাকা অদৃশ্য শক্তির জোরে ওই শিক্ষককে নানা ভাবে ভয়ভীতি প্রদান করতে থাকে। এদিকে বখাটেদের ভয়ে দির্ঘদিন ধরে বিদ্যালয়ে যেতে পারছেন না ওই ছাত্রী। এই ঘটনার জেরে ধরে গত শুক্রবার রাতে সবুজ তার বাহিনী নিয়ে ওই শিক্ষককে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বশস্ত্র হামলা চালায়।

বিষয়টি টের পেয়ে শিক্ষক গুলবার রহমান খাটের নিয়ে লুকিয়ে থাকলে প্রাণে রক্ষা পায়। সে সময় তাকে না পেয়ে বাড়িতে থাকা তার ব্যবহৃত একটি মটরসাইকেলসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ইচ্ছে মতো লুটপাট করে। এসময় তারা ওই শিক্ষকের স্ত্রী ও মেয়েকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে গতকাল রোববার দুপুরে গুলবার রহমানের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। পরে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানন, তুচ্ছু বিষয়কে কেন্দ্র করে শিক্ষকের বাড়িতে হামলার ঘটনা সত্যিই দুঃখ জনক।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, শিক্ষকের বাড়িতে হামলার ঘটনা সঠিক। কি কারনে এমন ঘটনার সৃষ্টি হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 411
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪