|

আওয়ামী লীগের মিলন মেলা রাব্বানিময়

প্রকাশিতঃ ১০:২৩ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেরা সংগঠক, গণমানুষের নেতা ও রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান আসাদের তত্ত্বাবধানে আওয়ামী পরিবারের মিলন মেলা আয়োজন করা হয়েছে।

এদিকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জননন্দিত রাজনৈতিক নেতা গোলাম রাব্বানি গাড়ী বহর ও বিপুল নেতাকর্মী নিয়ে মিলন মেলায় যোগদিয়ে সকলের দুষ্টি কেড়েছেন। এটি আওয়ামী পরিবারের মিলন মেলা হলেও গোলাম রাব্বানিকে ঘিরে মেলা রাব্বানিময় হয়ে উঠে। রাব্বানির পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাহাম, তার পরিবারের শত বছরের রাজনৈতিক ঐতিহ্য ও গোলাম রাব্বানির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলে এতে মিলন মেলা হয়ে উঠে রাব্বানিময়।

এছাড়াও রাজশাহী-১ আসনে গোলাম রাব্বানির মনোয়ন প্রত্যাশা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা যায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে শনিবার সকাল থেকে তানোরের বিভিন্ন এলাকার গোলাম রাব্বানির অনুসারি বলে পরিচিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে স্লোগান দিতে দিতে মিলন মেলায় যাত্রা শুরু করে।

জানা গেছে, বিগত ২০১০ সাল থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জান আসাদের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আওয়ামী পরিবারের মিলন মেলা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ জানুয়ারী শনিবার আওয়ামী পরিবারের ৮ম মিলন মেলা আয়োজন করা হয়।

এদিকে মিলন মেলায় আজীবন আওয়ামী লীগ সংগঠন করার স্বীকৃতি হিসেবে রাজশাহীর ২০ জন নেতাকে আওয়ামী লীগের আজন্ম উপাধি দিয়ে সংবর্ধনা দেয়া হয়, একটি বইয়ের মোড়ক উন্মোচন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

অপরদিকে মিলন মেলা সফল করার জন্য চলতি বছরের ২৬ জানুয়ারী শুক্রবার মেলার আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের (সাবেক) সভাপতি শরিফুজ্জামান শরিফ মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ আলী সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের (সাবেক) সহ-সভাপতি হাবিবুর রহমান, ফজলে রাব্বি, রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউল ইসলাম প্রমূখ।

এব্যাপারে জানতে চাইলে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানি বলেন, বছরের একটি দিন আওয়ামী লীগ পরিবারের জন্য স্বরণীয়, ২০১০ সাল থেকে আসাদুজ্জামান আসাদ ভাইয়ের প্রচেষ্টায় এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, মিলন মেলার মাধ্যমে অনেক নেতাকর্মীদের এক সঙ্গে দেখা ও মতবিনিময় হয়, এমন আয়োজন সংগঠনকে গতিশীল করতে কর্মীদের মনোবল দৃড় হয় এবং আগামী নির্বাচনে এর সুফল পাওয়া যাবে বলে বিশ্বাস আমার।

দেখা হয়েছে: 565
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪