|

শিশুর একমাত্র প্রধান খাদ্য মাতৃদুগ্ধ

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১২, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক বলেছেন, শিশুর জন্মের ৩০ মিনিটের মধ্যেই মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। যত দ্রুত মাতৃদুগ্ধ টানানো শুরু করা সম্ভব হবে, ততদ্রুত মাতৃদুগ্ধ পান করে শিশুর পেট ভরবে।

তবে শিশুকে জোর করে বেশি পরিমাণে খাওয়ানো যাবেনা। তিনি বলেন, মনে রাখতে হবে, শিশুর বয়স ছয় মাস পর্যন্ত মাতৃদুগ্ধ একমাত্র খাদ্য ও পানীয়। এ সময়ে তাকে মাতৃদুগ্ধ ব্যতীত সাদা পানি, চিনি বা মিশ্রির পানি, মধু, ফর্মূলা বা গরুর দুধ প্রদান একদমই নিষিদ্ধ করতে হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে প্রতিবেদকের সঙ্গে আলাপ কালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মানিক মজুমদার শিশুর মায়েদের প্রতি এমন পরামর্শই দিয়েছেন।

এ সময় ডা. মানিক আরও জানান, শিশুর বয়স ৬ মাস পেরিয়ে গেলে মাতৃদুগ্ধের পাশাপাশি অন্যান্য রান্না করা খাবার এমন ভাবে এক এক করে দেয়া শুরু করতে হবে। যেন শিশুটির বয়স দুই বছর পার হতে হতে সে পরিবারের সকল সদস্যদের জন্যে রান্না করা একই খাবার খেতে পারে।

তিনি আরও বলেন, বুকের দুধ না খাওয়ালে শিশুর সাথে মায়ের সত্যিকারের কোন বন্ডিং হয় না। তাতে শিশুর মন ও শরীরের যে কোন কষ্ট প্রাথমিক অবস্থায় ধরতে মা ব্যর্থ হন। তখন যে কোন শিশু সহজে সংকটাপন্ন হয়ে পড়ে। অনেক সময় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে।

এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক গঠনে বিরূপ প্রভাব পড়ে। এমনকি চিকিৎসক সঠিক চিকিৎসা পরিষেবা দিয়েও শিশুকে সুস্থ্য করে তুলতে ব্যর্থ হন বলেও জানিয়েছেন ডা. মানিক।

ডা. মানিক

ডা. মানিক

দেখা হয়েছে: 535
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪