|

তিনটি স্বর্ণের বিস্কুটসহ সীমান্তে বাংলাদেশি আটক

প্রকাশিতঃ ১১:১০ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

অনলাইন বার্তাঃ

স্বর্ণের বিস্কুট পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালের দিকে মোহম্মদ রাসেল রানা (২১) নামে বাংলাদেশের যশোর জেলার বেনাপোলের ধানোখোলা গ্রামের ওই বাসিন্দাকে আটক করা হয়। পরে বিএসএফ’এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পেট্রাপোল সীমান্তে টহলরত বিএসএফ’এর ৬৪ ব্যাটেলিয়নের সদস্যরা অভিযান চালায়। এরপরই বেলা বারোটা নাগাদ পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি)-এর কাছে রাসেলকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়। এরপর তাকে ধরতে গেলেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে রাসেল। এবং পিছু নেয় বিএসএফ’এর সদস্যরাও। পরে তাকে আটক করা হয়।

রাসেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি স্বর্ণের বিস্কুট, যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম। বাজারে তার আনুমানিক মূল্য ১০ লাখ ৭৯ হাজার ৫৭৫ রুপি। প্যান্টের পিছনের পার্সের ভিতর থেকে একটি প্লাস্টিক টেপ দিয়ে ওই স্বর্ণের তিনটি বিস্কুট বাঁধা ছিল।

রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বিএসএফ’এর পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল কাস্টমস’এর হাতে তুলে দেওয়া হয়, বাজেয়াপ্ত স্বর্ণেরর বিস্কুটগুলিকে তুলে দেওয়া হয় কাস্টমসের হাতে।

দেখা হয়েছে: 385
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪