|

খালেদার মুক্তির দাবীতে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি

প্রকাশিতঃ ৫:৩৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে হোয়াইট হাউজ এবং মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনায় সোমবার হোয়াইট হাউজের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। একইদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও মানববন্ধন করা হয়। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনকে স্মারকলিপি দেয়া হয়।

এ কর্মসূচি থেকে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মামলাসমূহকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ অভিহিত করে সেগুলো অবিলম্বে প্রত্যাহারের জন্যে শেখ হাসিনা সরকারকে বাধ্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পসহ নীতি-নির্ধারকদের প্রতি আহবান জানানো হয়।

কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শরাফত হোসেন বাবু, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, মোহাম্মদ বশির, আব্বাস উদ্দিন দুলাল, জসিম উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান ভূইয়া মিল্টন প্রমুখ।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সেক্রেটারি আবু সাইদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষেদের সভাপতি শাহাদাত হোসেন রাজুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সোচ্চার ছিলেন।

খালেদা জিয়ার সহকারি প্রেস সচিব আশিক ইসলাম, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা কামাল সাঈদ মোহন, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাজমুন নাহার বেবী প্রমুখ ছিলেন সর্বস্তরের নেতা-কর্মীর মধ্যে।

প্রসঙ্গত: খালেদা জিয়াকে জেলে পাঠানোর পর হোয়াইট হাউজের সামনে বিএনপির এটি দ্বিতীয় কর্মসূচি।

দেখা হয়েছে: 366
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪