|

নড়াইলে বিশেষ অভিযোনে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীসহ গ্রেফতার-৩৬

প্রকাশিতঃ ৪:২০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ 
নড়াইল জেলায় পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,শালনগর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান সিকদার, বিএনপি কর্মী লাহুড়িয়ার ডহরপাড়ার সৈয়দ সুমন, নোয়াপাড়া গ্রামের নুরুন্নবী মোল্যা, লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান ও জামায়াতের রোকন মিঠাপুর গ্রামের মতিউর রহমান।

নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) তাঁর বক্তব্য বলেন, নড়াইল জেলায় পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নড়াইলকে টেকসই আইন-শৃঙ্খলার উন্নয়ন, নিজেদের ভাবমূর্তি উন্নয়ন ও জন প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে পুলিশ।

দেখা হয়েছে: 401
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪