|

ত্রিশালে বাল্যবিবাহ রোধে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রিগেড গঠন

প্রকাশিতঃ ৭:০৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

আবু রায়হান, ত্রিশাল প্রতিনিধিঃ
বাল্য বিবাহ প্রতিরোধকল্পে পরীক্ষামূলক ভাবে প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহের বালিপাড়া ইউনিয়নের ধলা স্কুল এন্ড কলেজে ১২ জন শিক্ষার্থীকে অক্টোবরের ১৫ তারিখে নিয়ে যাত্রা শুরু করে বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেড।

দুমাসে ব্রিগেডের সফলতায় এবার পুরো উপজেলা জুড়ে এ কার্যক্রম শুরু করলেন উপজেলা প্রসাশন। গঠিত ব্রিগেড টিম বালিপাড়া ইউনিয়নে ১৫টি বিয়ে বন্ধ সহ যৌন হয়রানি, ইভটিজিং ও সমাজের অবহেলিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উঠান বৈঠক সহ জনসচেতনতামুলক কাজ ব্যপক ভাবে করে যাচ্ছে।

বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের পাইলট প্রকল্পের সফলতার পর মঙ্গলবার স্থানীয় নজরুল একাডেমী মডেল স্কুল মাঠে ধলা স্কুল এন্ড কলেজের বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডসহ উপজেলার ১৩টি প্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থী নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের ১৩টি টিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান।

ত্রিশালে বাল্যবিবাহ রোধে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রিগেড গঠন

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের উদ্ভাবক আবু জাফর রিপনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) এরশাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি শায়লা পারভীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, লুৎফুন্নেছা বিউটি, ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনম, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা তামান্না, ময়মনসিংহ টেলিভিশন র্জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি হোসাইন শাহীদ, ব্রিগেড টিম লিডার মাহবুবা আলম তৃপ্তি প্রমূখ।

ত্রিশালে বাল্যবিবাহ রোধে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রিগেড গঠন

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেড উদ্ধোক্তা আবু জাফর রিপন বলেন, বর্তমান সরকার বাল্য বিয়ৈ প্রতিরোধ যে উদ্যোগ গ্রহন করেছে তা বাস্তবায়নের লক্ষে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এ প্রতিপাদ্য সামনে রেখে আমরা ঘরে ঘরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ম্যাসেজ পৌছানোর জন্য স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে টিম গঠন করেছি।

ব্রিগেড সদস্যদের পদচারনায় আজ ত্রিশালে কেউ বাল্য বিয়ের উদ্যোগ নেয়ার সাহস পায়না। সহপাঠীদের কাছে শুনেই ব্রিগেড সদস্যরা বিয়ে দুতিনদিন আগেই বাড়িয়ে গিয়ে অভিভাবকদের সচেতন করছে। উপজেলা প্রসাশন থেকে তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের একটি হটলাইন নাম্বারে তাদের তদারকি করা হয়। এ ব্রিগেড টিম বাল্য বিয়ে প্রতিরোধে বাংলাদেশে রোল মডেল হত পারে।

 

দেখা হয়েছে: 835
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪