|

গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা আলফাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিতঃ ১:৫৭ পূর্বাহ্ন | মার্চ ১৮, ২০১৮

শামসু্জ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আলফাজ হোসেনের (৬৫) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা সাড়ে ৯ টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলা গ্রামে নিজ বাসভবনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় জৈটাবটতলা গোরস্থানে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, থানার এসআই সিহাব, মুক্তিযোদ্ধা একরামুল মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধা সহ প্রায় ৭ শতাধিক জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। মৃত্যুর আগে তিনি উচ্চ রক্তচাপ জনিত সমস্যার করণে স্ট্রক করে চিকিৎসাধীন ছিলেন। তিনি মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলা গ্রামের মৃত ইসিমুতুল্লাহ মন্ডলের ছেলে আলফাজ হোসেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৪ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দেখা হয়েছে: 487
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪