|

সিরাজদিখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

প্রকাশিতঃ ১০:০৭ অপরাহ্ন | মার্চ ১৭, ২০১৮

মোঃ ফয়সাল হাওলাদার, সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আজ ১৭ই মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। জাতীয় শিশু দিবসও আজ।

বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারাই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিরতনের আয়োজন করে সিরাজদিখান উপজেলা প্রশাসন। ১৭ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষে হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মুন্সীগঞ্জ আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান থানার ওসি মোঃ আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, উপজেলা শিক্ষা অফিসার অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষির্থীরা। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিরতনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।

দেখা হয়েছে: 539
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪