|

চাঁদপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি ও অপর দু’জনের যাবজ্জীবন

প্রকাশিতঃ ৭:২৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০১৮

মাসুদ হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে পল্লী চিকিৎসককে হত্যা মামলার রায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ ও অপর দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ্ উদ্দিন আহাম্মদ এ রায় ঘোষণা করেন।

ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন শাহরাস্তি উপজেলার পদুয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেন দেবকরা এলাকার আবুল বাশারের ও আবদুল আজিজ একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। এদের মধ্যে আমির হোসেন পলাতক রয়েছে।

মামলার এজাহারে জানা যায়, ২০০৯ সালের ৯জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী চিকিৎসক আবুল বাসার (৩০) বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দেবকরা গ্রামে সাজাপ্রাপ্তরা পূর্ব পরিকল্পিত ভাবে মারাত্মক জখম করে সাথে থাকা ১ লাখ ৩০হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে আবুল বাসারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢামেকে রেফার করে। ঢাকার নেয়ার পথে রাত সাড় ১২টার দিকে আবুল বাসার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় ছেলে জহিরুল ইসলাম শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জহিরুল হক তদন্ত করে চার্জসীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামী মনির, আমির ও আজিজকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন বিচারক।

রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এড. আমান উল্যাহ ও সহকারী পাবলিক প্রসিকিউটর এড. মোক্তার হোসেন অভি। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. ইকবাল বিন বাশার।

দেখা হয়েছে: 413
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪