|

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রকাশিতঃ ১:১৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

অনলাইন বার্তাঃ

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারকসহ অন্যান্যরা। এর আগে শুক্রবার প্রধান বিচারপতি পদে নিয়োগ পান আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন দুপুরে তার নিয়োগ আদেশে স্বাক্ষর করেন বলে জানান বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন।

এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন গত নভেম্বরে বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা। বিধি অনুসারে ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মেয়াদ শেষ হয়।

বিচারপতি ওয়াহহাব মিঞার দুই বছর পর ২০০১ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব শুরু করেন সৈয়দ মাহমুদ হোসেন। ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হওয়া সৈয়দ মাহমুদ হোসেন ২০১১ সালে আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএসসি ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছিলেন তার প্রধান ছিলেন তিনি।

১৯৯৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন সদ্য প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন তিনি। -সমকাল

দেখা হয়েছে: 377
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪