|

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিতঃ ২:৩৭ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী আবু রায়হান (২৫) এর বিরুদ্ধে তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঘাতক স্বামী আবু রায়হান উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামের হাকিম শাহের পুত্র।

আর নিহত গৃহবধ কবিতা খাতুন (১৮) নওগাঁ জেলার মান্দা উপজেলার জ্যোতিসমাইল গ্রামের কায়কোবাদের মেয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় মা,ছেলে মিলে স্ত্রী কবিতা খাতুনকে মারপিটের ঘটরা ঘটে।

এসময় কবিতা জ্ঞান হারালে মুখে বিষ ডেলে দিয়ে এলাকায় প্রচার করেন বিষপানে কবিতা আত্মহত্যা করেছে। মারধরের সময় প্রতিবেশীরা চিৎকার শুনে বাড়ির দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে সন্দেহ ঘনীভূত হয়।

পরে এলাকাবাসির সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে কবিতা মারা জান। এঘটনার পর থেকে গৃহবধ কবিতার শ্বশুর,শাশুড়ি এবং স্বামী আবু রায়হান কৌশলে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কবিতা ঘর সংসারের পাশাপাশি এবার বাগমারার বেলঘরিয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। ঘটনার দিন পদার্থবিদ্যা পরীক্ষাই তাঁর জীবনের শেষ পরীক্ষা ছিলো।

বুধবার সকালে তার বাড়ি থেকে বাগমারা থানা পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মেয়ের পিতা কায়কোবাদ নিরুপায় হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। তিনি জানান,প্রায় বছর দুয়েক আগে বেলঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবু রায়হানের সাথে আমার মেয়ে ববিতার বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী,শ্বশুর-শাশুড়ি প্রায় শারীরিক ভাবে তাকে নির্যাতন করতো। এবং এমনি ঘটনা গত মঙ্গলবার সন্ধ্যায় মা,ছেলে মিলে কবিতা খাতুনকে ব্যাপক হারে মারধর করেন। এসময় কবিতা জ্ঞান হারালে মুখে বিষ ঢেলে দিয়ে এলাকায় প্রচার করেন বিষপানে আত্মহত্যা করেছে। এবং ববিতার হত্যা ধামাচাপা দিতে একটি মহল তৎপর চালাচ্ছে। তারা এখন হত্যাকে আত্মহত্যা বলে প্রচার করছে। এই ঘটনায় সঠিক বিচার পাওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন নিহতের পরিবার।

এব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। এঘটনার পর থেকে নিহতর স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

দেখা হয়েছে: 509
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪