|

সিরাজদিখানে পুলিশের নাম বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিতঃ ৯:৩০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের নাম বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মোঃ রাজু (৩৫) এর বিরুদ্ধে। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত পান্নু শেখের ছেলে।

৩০শে জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় নেপচুন কোল্ডস্টোরেজ এর পিছন থেকে রাজু (৩০) শরিফ (৩০) আলমগীর (৩৭) নামে তিন ব্যাক্তির কাছ থেকে পুলিশের নাম বিক্রি করে নগদ ৪ জাহার ৫শত হাজার টাকা ও দুটি মোবাইল ফোন হাতিয়ে নেয় রাজু।

ভুক্তভোগী মোঃ আলমগীর জানান, আমি একজন সিএনজি ড্রাইভার। ৩০ তারিখে আমরা তিনজন নেপচুন কোল্ডস্টোরেজের পিছনে সময় কাটানোর জন্য তাশ খেলছিলাম। হঠাৎ রাজু এসে আমার সাথে থাকা শরিফকে লাঠি মেরে বলে বাইরে পুলিশ এসে দাড়িয়ে আছে। তোরা এখানে জুয়া খেলছিস তোদের এখন পুলিশের হাতে দিয়া দিব। যা আছে দে আমি তাদের দিয়ে আসি। টাকা না দিলে পুলিশ তোদের থানায় নিয়ে যাবে।

রাজু আমার পকেট থেকে ৪ হাজার ৫ শত হাজার টাকা ও দুটি চায়না মোবাইল ফোন নিয়ে গিয়ে আমাদের কাছে আরো ১০ হাজার টাকা দাবী করে। ১০ হাজার টাকা না দিলে সে আমাদের ইয়াবা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে চলে যায়। আমি রাজু ও শরিফ পুলিশের ভয়ে তাকে ১০ হাজার টাকা দিব বলে কোল্ডস্টোরেজের বাইরে এসে দেখি কোন পুলিশ নাই।

পরে কোল্ডস্টোরেজ এর সামনের চায়ের দোকানে জিজ্ঞাস করে জানতে পারি এখানে কোন পুলিশ আসে নাই। রাজু আমাদের দুটি মোবাইল ফোন সন্ধায় তার লোক দিয়ে ফিরিয়ে দিয়ে যায়। আমরা যদি কোন অন্যায় কাজ করে থাকি তাহলে সে অন্যায়ের বিচার করার জন্য দেশে পুলিশ আছে, আইন আদালত আছে। রাজু কেন পুলিশের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিবে।

পরে ঘটনাটি আমরা স্থানীয় গণ্যমান্য লোকদের জানাই। সিএনজি চালক আলমগীর আরো জানান, রাজু এলাকায় তার সঙ্গীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে এবং নিজেও সেবন করে কিন্তু সুনির্দিষ্ট কোন তথ্য প্রমান না থাকায় সে ধরাছোঁয়ার বাইরে থাকে।

জানা গেছে, রাজু এলাকায় পুলিশের সাথে সু-সম্পর্ক বজায় রেখে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুলিশের নাম বিক্রি করে গরিব অসহায় লোকদের কাছ থেকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধীক লোক জানান, জুয়ার আড্ড, মাদকের স্পট থেকে রাজু পুলিশের ভয় দেখিয়ে মাসওয়ারা নিচ্ছে। রাজুকে প্রতিদিন সিরাজদিখান থানার সামনে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দেখা যায়।

সিরাজদিখান থানা পুলিশ চা খেতে বা কোথায় যাওয়ার জন্য বের হলে স্যার স্যার বলে ডেকে জোর করে চা খায়িয়ে সাধারণ মানুষকে বোঝায় তার পুলিশের সাথে ভাল সম্পর্ক। আর সেই সুবাদে ২ একটি গোপন তথ্যও পুলিশকে দেয়। তাতে করে পুলিশ যেন বুঝতে না পারে সে পুলিশের নাম বিক্রি করে এলাকার আদিপত্য বিস্তার করছে। তার এই অপকর্মে এলাবাসী অতিষ্ট হয়ে পরেছে।

সিরাজদিখান থানার ওসি (অপরাশেন) গাজী সালাউদ্দিন জানান, যদি কেউ পুলিশের নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

দেখা হয়েছে: 544
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪