|

নড়াইলে গৃহবধু জাবেদা বেগমকে পাচারের অভিযোগ

প্রকাশিতঃ ১০:০৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে জাবেদা বেগম (৩২) নামে এক গৃহবধু পাচারের শিকার হয়েছে। তিনি ওই গ্রামের আলম শেখের মেয়ে। বিগত দশ মাস পূর্বে তিনি পাচারের শিকার হলেও এখনও পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।

নিখোঁজ মেয়েকে ফিরে পাবার আশায় বিভিন্ন মহলে তদবির করছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। জানা গেছে, বিগত ১০ মাস পূর্বে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন কালুকান্দি গ্রামের বাসিন্দা মালেক মোল্যার ছেলে আলী মোল্যা ও পাশের গ্রামের লুৎফর রহমান গৃহবধু জাবেদাকে চাকুরির প্রলোভন দেখিয়ে এলাকা থেকে নিয়ে যায়।

সংসারের অভাব থাকায় পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে যেতে দিতে রাজি হয়। কিন্তু জাবেদা দশ মাস ধরে বাড়ি থেকে দূরে থাকা সত্ত্বেও পরিবারেরর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এ কারণে চিন্তিত হয়ে জাবেদার ভাই ইশারত, আলী মোল্যা ও লুৎফর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা টালবাহানা করে।

তারা জানান, জাবেদা চাকুরি করছে। কিন্তু সে কোথায় চাকুরি করছে এবং কি চাকুরি করছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি। এতে করে তাদের সন্দেহ হলে তারা গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি অবগত করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

বিষয়টি সাংবাদিকরা জানতে পেরেছে শুনে আলী মোল্যা ও লুৎফর রহমান ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে। থানায় কোনো মামলা না করার জন্যও তারা হুমকি দিয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, কিছু অসাধু ক্ষমতাধর ব্যক্তিবর্গের ছত্রছায়ায় থাকায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। জাবেদাকে হারিয়ে বর্তমানে তার পরিবারের সদস্যদের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্ত্রীর শোকে তার স্বামী পাগলপ্রায় এবং তার তিনটি সন্তান মাকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে জানা গেছে।

দেখা হয়েছে: 678
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪