|

ময়মমসিংহে ঋণের চাপে কনেস্টেবলের আত্মহত্যা

প্রকাশিতঃ ৩:০৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীতে ঋণ করা টাকার চাপেই আত্মহত্যা করেছে পুলিশ কনেস্টেবল নূর আলম (৩৫)। তিনি মৃত্যুর আগে সুইসাইড নোটে এসব তথ্য লিখে গেছেন । যেখানে লেখা রয়েছে, বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি টাকা ধার নিয়ে ছিলেন। সেই পাওনাদাররা টাকার জন্য ইদানিং চাপ দিচ্ছিলো। এ ঘটনায় নাহিদ আহমেদ রায়হান নামে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারী ) রাতে নগরীর জামতলা পুড়াবাড়ি এলাকার নিজ বাসা থেকে নূরে আলমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার স্ত্রী ও পরিবারের লোকজন বাসায় ছিলেন না।

অন্যদিকে, তিনিও দু’জন ব্যক্তির কাছে টাকা পেতেন। তারা টাকা না দেয়ায় পাওনাদারদের ঋণ পরিশোধ করতে পারছিলেন না নূর আলম। বিভিন্ন পাওনা দারের অপমানের জ্বালা সইতে না পেরেই এমন কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন তিনি!

কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নূরে আলম কোতোয়ালী মডেল থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিল। গত শুক্রবার থেকে ডিউটিতে না আসায় শনিবার খোঁজ খবর নিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তার বাসায় যায়।

অনেক সময় ধরে ডাকা ডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নূরে আলমের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় ঘরের ভিতর আর কেউ ছিল না।

তিনি আরও জানান, লাশের পাশ থেকে তিনটি হাতে লেখা চিঠি উদ্ধার করেছে পুলিশ। প্রথম চিঠিটি মায়ের জন্য, দ্বিতীয় চিঠিটি ময়মনসিংহ ডিবি পুলিশে কর্মরত এস আই আকরাম ও তৃতীয় চিঠিটি ময়মনসিংহ পুলিশকে উদ্দেশ্য করে লিখা রয়েছে। চিঠিগুলোতে নূরে আলম জানিয়ে গেছেন, বিভিন্ন সময় মানুষজনের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন। পাওনা দাররা টাকার জন্য চাপ দিচ্ছিলো।

অন্যদিকে, নাহিদ আহমেদ রায়হান নামে এক বালু ব্যাবসায়ীর কাছে ১ লাখ ৮৫ হাজার টাকা এবং মোশারফ হোসেন নামের আরেক ব্যক্তির কাছে ১ লাখ টাকা পেতেন নূর আলম। এই টাকা পেয়ে তার ঋণ শোধ করার কথা ছিল। বারবার চাওয়ার পরও তারা এই টাকা দিচ্ছিলো না।

সুইসাইড নোটে মৃত্যুর জন্য এই দুই ব্যক্তিকে দায়ী করে গেছেন নূরে আলম। চিঠির সূত্র ধরে বালু ব্যবসায়ী রায়হানকে আটক করেছে পুলিশ। তাকে শম্ভুগঞ্জ এলাকা থেকে আটক করে কোতুয়ালী মডেল থানার পুলিশ। নূরে আলমের বাড়ি জামালপুর জেলা সদরের রঘনাথপুরে। ঘটনার সময় তার স্ত্রী ও দুই সন্তান জামালপুরে ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। নেওয়াজী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। আমি ঘটনাস্থলে গিয়েছি। তবে সুসাইড নোটে উল্লেখ করা আছে যে, আমার মৃত্যুর জন্য আমার বউ দায়ী নয়। আমার সংসারে অভাব অনটনের জন্যই আমি আত্মহত্যা করেছি।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক ) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত শেষে বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 939
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪