|

তানোরে শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিতঃ ৭:০৪ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০১৮

আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নায়নশীল দেশ গড়তে তোমরা যারা তরুণ প্রজন্ম তারাই অগ্রণী ভুমিকা রাখবে। আর এই জন্য তোমাদেরকে দেশ প্রেম নিয়ে গড়ে উঠতে হবে।

দেশ প্রেম মানে যার উপর যে দায়িত্ব পড়বে তা স্বচ্ছ জবাবদীহিতার সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, আমরা ইতমধ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং গঠন করেছি । যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বন্ধ হবে।

আজকের তরুণরা সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। তাহলেই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। তাই তোমাদেরকে দেশ প্রেম নিয়ে গড়ে উঠতে হবে। সাড়ে ১৬ কোটি মানুষের দেশে পুলিশ রয়েছে মাত্র দুই লাখেরও কম। যা হিসাব করলে এক হাজার ৬০০ জনের বিপরীতে মাত্র একজন পুলিশ।

সাধারন জনগন পুলিশকে সহযোগিতা করবে পুলিশ সাধারন মানুষের সেবক হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে জনগণের করের টাকায় বেতন ভাতা হয়। আমরা কমিউনিটি পুলিশিং গঠন করেছি এমন কি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে । যাদের মাধ্যমে সমাজ থেকে মাদক জঙ্গিবাদ ইভটিজিং দূর হবে। আমি আফ্রিকায় গিয়ে তাদের দেশের নাগরিকদের সঙ্গে কথা বলেছি, তোমাদের দেশের বিশিষ্ট ব্যক্তি বা সাহিতিককে তাঁরা বলতে পারেনি। অথচ ওই দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা তাদেরকে সুন্দর নাগরিক গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।

জানা গেছে, গতকাল ৩০ জানুয়ারী মঙ্গলবার তানোর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা পুলিশের আয়োজনে শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পুলি সুপার (এসপি) মোয়াজ্জেম ভূঞাঁ এসব কথা বলেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সার্কেল এএসপি (তানোর-গোদাগাড়ী) একরামুল হক , উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপির চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না , উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রদীব কুমার মুজমদার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তানোর থানার এসআই মনিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ত্রিণা , এআর রিকো, সিপিও অফিসার আবু রায়হান সরদার, এএসআই শরীফ।

এ সময় উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বিভিন্ন এলাকার ৩০০ জন হতদরিদ্রর মধ্যে কম্বল বিতরণ করা হয় । এর আগে প্রধান অতিথি পুলিশ সুপারকে ঐতিহ্য আদিবাসী সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে বরন করা হয়।

দেখা হয়েছে: 406
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪