|

ডিমলায় প্রধান শিক্ষকের প্রহারে ছাত্র আহতের ঘটনায় প্রভাবশালীদের বানিজ্য!

প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

ডেস্ক রিপোর্টঃ

নীলফামারী ডিমলার পশ্চিম খড়িবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে ১০ম শ্রেনীর এক ছাত্রকে তুচ্ছ ঘটনায় নির্মম ভাবে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।

এঘটনায় আহত ছাত্রটির বড় বোন ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও প্রভাবশালী একটি মহল মোটা অংকের টাকার বিনিময়ে প্রহসনের সালিশের নামে ঘটনাটি ধামা-চাপা দেবার পায়তারায় মেতে উঠেছেন! ছাত্রটি বর্তমানে ডিমলা সরকারী হাসপাতালে চিকিৎসা শেষে ক্ষত শরীর নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।

লিখিত ওই অভিযোগ সুত্রে জানা গেছে, পশ্চিম খড়িবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত আন্নাস আলীর পুত্র আবু সায়েম ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বাই সাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের কাছের মোড়ে আকস্মিক ভাবে প্রধান শিক্ষক আবুল আনছার আলীর দেখা হয়।

এ সময়ে ছাত্র আবু সায়েমের সাইকেল বেশি গতিতে থাকায় তা নিয়ন্ত্রনে আনতে না পেরে প্রধান শিক্ষককে সালাম দিয়ে বিদ্যালয়ে চলে যান । এর অল্পকিছুক্ষন পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আওয়ামী লীগে যোগদানকারী আবুল আনছার আলী বিদ্যালয়ে হাজির হয়ে ছাত্র আবু সায়েমকে ডেকে সাইকেল চলমান অবস্থায় সালাম দেয়া অপরাধ ও বেয়াদবির অভিযোগ তুলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

এতে এক পর্যায়ে ছাত্র আবু সায়েম মাটিতে পড়ে কাদরাতে থাকলে সহপাঠীরা তার পরিবারকে খবর দেয়। পরে ছাত্র সায়েমের পরিবারের লোকেরা এসে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পরের দিন আহত ছাত্রের বড় বোন রাশিদা বেগম বাদী হয়ে পশ্চিম খড়িবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেদিন বিকেলেই প্রভাবশালীরা হাসপাতাল থেকে আহত ছাত্র আবু সায়েম ও তার মা রওশন আরাকে লোক দিয়ে উঠিয়ে এনে জোরপুর্বক মিমাংসা পত্রে স্বাক্ষর করিয়ে নেন।

প্রধান শিক্ষক আবুল আনছার আলীর বিরুদ্ধে অতিতেও অকারনে শিক্ষার্থীদের নির্মম ভাবে পেটানো, স্বেচ্ছাচারিতা,নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ বানিজ্য,বিদ্যালয়ের গাছ কাটা, উপবৃত্তির টাকা আত্মসাত সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, শিক্ষকের প্রহারে গুরুত্বর আহত ছাত্র আবু সায়েমের অসহায় বিধবা মা রওশন আরা অভিযোগ করে বলেন,গত ৯ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে আমি আমার আহত ছেলে আবু সায়েমের সাথে ডিমলা সরকারী হাসপাতালে অবস্থান করার সময় ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন আকস্মিক ভাবে দুজন ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে আমাকে ও আমার অসুস্থ্য ছেলেকে ডিমলা সদরের থানা মোড়ের একটি অচেনা কক্ষে নিয়ে যান।

আমরা সেখানে যাওয়া মাত্রই আমাদের ইউপি চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন, অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল আনছার আলী,ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ ২০/২৫জন উপস্থিত লোক কোনো কিছু বুঝে উঠার আগেই মিমাংসা পত্রে আমার আহত ছেলে ও আমার কাছে স্বাক্ষর চাইলে আমরা ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আহত ছাত্রের বড় বোন ও অভিযোগকারী রাশিদা বেগম বলেন, শিক্ষক ছাত্রকে মারবেন এটাই স্বাভাবিক ব্যাপার। তবে ওই শিক্ষক আমার ছোট ভাইকে যেভাবে যে স্টাইলে আক্রোশ নিয়ে মেড়েছে তা কোনো শিক্ষকের কাজ হতে পারেনা! আর এখন আমি অভিযোগকারী হলেও আমাকে ছাড়াই প্রভাবশালীরা আমার মা ও ভাইকে হাসপাতাল হতে নিয়ে গিয়ে মিমাংসা পত্রে জোরপুর্বক স্বাক্ষর নিয়েছেন। আমি আমার বাবাহারা ছোট ভাইয়ের প্রতি নির্মম নির্যাতনের উপযুক্ত বিচার চাই। যাতে করে আগামীতে ওই শিক্ষকের দ্বারা আমার ভাইয়ের মত অন্যকেউ আক্রোশের শিকার না হয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক ও পশ্চিম খড়িবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আবুল আনছার আলী বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি।সামান্য ভুল বুঝা-বুঝি হলেও পরে তা আপোষ-মিমাংসা হয়ে গেছে। তাছাড়া আমি পুর্বে বিএনপির ইউনিয়ন সভাপতি থাকলেও ২০১৬ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগদান করে অধ্যাবদি সরকার দলেই আছি? এ গুলো কোনো বিষয় না ।

বিদ্যালয়টির সভাপতি ও গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন বলেন, ছাত্র পেটানোর যে ঘটনাটি ঘটেছিলো তা ডিমলা সদরে আপোষ-মিমাংশা হয়ে গেছে!

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই সজল কুমার বলেন, এ সংক্রান্ত ঘটনাটি মিমাংসা হয়ে গেছে জেনেছি।
অভিযোগকারী প্রাপ্ত বয়স্ক বোন ও মিমাংসা পত্রে মায়ের স্বাক্ষর কতটা যুক্তিসংগত সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান,
অভিযোগকারী যদি আপোষ-মিমাংশায় রাজী না হয়ে আইনের আশ্রয় চান তবে তাকে সব রকমের আইনী সহায়তা প্রদান করা হবে।কিন্তু তিনি অভিযোগ করার পর হতে থানায় কোনো যোগাযোগই করেনি ।

এদিকে গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ির গ্রামের এলাকাবাসী, অভিযুক্ত বদমেজাজী শিক্ষকের দৃস্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ।

দেখা হয়েছে: 864
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪