|

পুলিশি প্রহরায় বিক্ষোভ মিছিল, নিজ দলীয় কর্মীর নামে থানায় জিডি!

প্রকাশিতঃ ৫:৫১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

রিপোর্টার নীলফামারীঃ

নীলফামারীর জলঢাকায় পুলিশের বিশেষ প্রহরায় বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পু®পমাল্য অর্পন করেছেন নীলফামারী ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এমপি’র বিরুদ্ধে অশালিন ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার নেতৃত্বে জলঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করা হয়।

এ সময়ে মিছিলটির সামনে ও পিছনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পৌর শহর প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে থানার ভিতরে গিয়ে এমপি’র নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের নাম উল্লেখ করে একটি সাধারন ডায়রি করেন এ,কে আজাদ নামের এক এমপি সমর্থক।যাহার জিডি নং-১০৪৩ তারিখ ২০/০২/২০১৮ইং।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনাসহ তোলপাড় শুরু হয়েছে। শহরে হটাৎ র‌্যাব,পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি দেখে আতংক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়টি স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন,নিরাপত্তার স্বার্থে মিছিলে পুলিশ দেওয়া হয়েছিল এবং এমপির নিরাপত্তা চেয়ে একজনের নাম উল্লেখ করে থানায় সাধারন ডায়েরী হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশি,আমাকে দমানোর জন্যই ষড়যন্ত্রমুলক এই জিডি।

এ ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনছার আলী মিন্টু বলেন,কোন দিবস ছাড়াই স্থানীয় এমপি ক্ষমতা দেখানোর জন্য পুলিশি প্রহরায় বিক্ষোভ মিছিল করে জনগনের মাঝে যে আতংক সৃষ্টি করেছেন তা দলের জন্য শোভনীয় নয়। নিজ দলের একজন কর্মীর বিরুদ্ধে থানায় জিডি করা ঠিক হয়নি। উপজেলা আ’লীগ এর তীব্র নিন্দা জানায়।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন,‘কে বা কাহারা জিডি করেছে আমি জানি না। এ বিষয়ে আমার কোন মন্তব্য নাই।’

উল্লেখ্যঃ,গত ১৬ ফেব্রুয়ারী উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের আয়োজনে এক সভায় অধ্যাপক গোলাম মোস্তফাকে ভুয়া মুক্তিযোদ্বা হিসেবে আখ্যায়িত করে কোন সময় যুদ্ধ করেছিল এবং কে কমান্ডার ছিলেন,তা একুশে ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দেওয়ার আগেই জানতে চান কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ নিয়ে গত কয়েকদিন ধরে পৌর শহরের উত্তেজনা বিরাজ করছিল।

দেখা হয়েছে: 486
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪