|

আগৈলঝাড়ায় আন্ত:জেলা চোর চক্রের সদস্য আটক

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
চুরি করতে এসে অবশেষে চোরাই মোটরসাইকেলসহ স্থানীয়দের সহায়তায় আন্ত:জেলা সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় অপর দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক এনায়েত খান (২৫) মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত রশিদ খানের ছেলে।

থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার রাত তিনটার দিকে উপজেলার বাশাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে মোটরসাইকেলের তালা ভেঙ্গে নেয়ার সময় বাড়ির মালিক টের পেয়ে চোরদের ধাওয়া করে।

এসময় থানার এএসআই শেখ ফরিদের নেতৃত্বে রাত্রিকালীন পাহারারত পুলিশ সদস্যরা চোরের দলকে থামার নির্দেশ দেয়। আন্ত:জেলা চোরের দল মোটরসাইকেল না থামালে পুলিশ তাদের পিছু ধাওয়া করলে সংঘবদ্ধ চোরের দল তাদের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালানোর সময় পুলিশকে তাদের পিছু নিলে গুলি করারও হমকি দেয় তারা।

পুলিশ সদস্যরা চোরের হুমকির তোয়াক্কা না করে তাদের ধাওয়া করলে সংঘবদ্ধ চোর সদস্য এনায়েত খান (২৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী খালে কচুরীপানার মধ্যে লাফিয়ে পরে। এসময় চৌকিদারের পোশাক পরিহিত এক চোর সদস্যসহ অপর দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে আত্মরক্ষার্থে চোর চক্রের সদস্য এনায়েত খান গোয়াইল গ্রামের শিকদার বাড়ির বাইরের বাথরুমে আত্মগোপন করা অবস্থায় ওই বাড়ির লোকজন বাথরুমে গেলে তাকে দেখতে পেয়ে আটক করে ডাকচিৎকার শুরু করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উত্তম মধ্যম দিয়ে টহল পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে এনায়েতকে আটক করে। আহত এনায়েতকে পুলিশী প্রহরায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি এনায়েত সাংবাদিকদের জানায়, তার সাথে একই এলাকার চোর চক্রের সদস্য খবির শেখ ও বেল্লাল মাতুব্বর ছিল।

থানার এসআই জাহিদুর রহমান জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল চুরির ঘটনায় কবির মোল্লা বাদী হয়ে গত ১৭ জানুয়ারি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৬। ওই মামলায় এনায়েতকে আসামী করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।

এছাড়াও চোরদের ব্যবহৃত আটককরা টিভিএস মোটরসাকেলের মালিকানা যাচাই করা হবে। কারণ ওই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর অস্পষ্টভাবে মুছে তার উপর ‘বাচ্চু মটর’ সাইনবোর্ড টাঙানো রয়েছে। যা চোরাই বলে সন্দেহ করা হচ্ছে।

দেখা হয়েছে: 571
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪