|

রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র লিফলেট বিতরণ

প্রকাশিতঃ ১২:৪১ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সাবেক গ্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারদন্ড ও মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীৃরা।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর নেতৃতে রাজশাহীর মহানগরীর সাহেব বাজারের বিভিন্ন মার্কেট ও রাস্তায় লিফলেট বিতরণ করা হয়।

এসময়ে তার সঙ্গে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তারা সাহেব বাজার কাপড় পট্টি, জিরো পয়েন্টসহ অন্যান্য স্থানে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করনে। সাধারণ জনগণ তাদের সাথে একাত্বতা প্রকাশ করে দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

এছাড়াও নগরীর কোর্ট এলাকা, রেলগেটসহ প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে লিফলেট বিরতণ করেন। তারা সখর প্রকার পুলিশি বাধা উপেক্ষা করে এই লিফলেট বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার সময়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহমুখদম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইল হিকল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ জাকির হোসেন রিমন, আখতার হোসেন, রিপন, পরাগ, আব্দুল ওয়াদুদ বাবলু, আনন্দ কুমার, যুবদল নেতা রতন, রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এ্যাডভোকে রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন , নুরুন্নাহার বেগম, জরিনা বেগম, মুসলেমা বেলী, রোজী, পুতুল, গুলশান আরা মমতা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা সভাপতি রেজাউলি করিম টুটুল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর বিএনপি’র ৩৭টি ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিনু বলেন, সরকার অভৈধভাবে ক্ষতায় থেকে জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধিনতা হরন করেছে। এই সরকারের মন্ত্রীরা এবং সয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি করে কোটি কোটি টাকা লোপাট করে দেশের বাহিরে নিয়ে গিয়ে টাকার প্রাসাদ গড়েছে। অথচ তারা কোন বিচার হচ্ছেনা। অথচ বিএনপি চেয়ারপার্সনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রধানমন্ত্রী দেশে ও বিদেশে বিএনপি নেত্রী ও অন্যান্য নেতাদেও বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।

এছাড়ার তার পেটয়া বাহিনী পুলিশকে দিয়ে বিএনপি’র আন্দোলনকে স্তদ্ধ এবং উস্কানী দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। দেশে বর্তমানে কোন গণতন্ত্র নেই উল্লেখ কওে তিনি বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দুর্নীতিবাজ, যৌনহয়রানকারী ও ধর্ষনকারী সোনার ছেলেরা রাস্তায় মিছিল মিটিং করলে পুলিশ তাদের বাধা না দিয়ে পীর বাবারমত পাহাড়া দিয়ে মিছিল মিটিং করাচ্ছে।

এই অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিএনপি মনে রাখছে বলে তিনি হুঁশিয়ারী প্রদান করেন। সেইসাথে আগামীতে অযাচিতভাবে বিএনপি’র শান্তিপূর্ণ আন্দোলনে বাধা প্রদান না করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি। মিনু বলেন, ১৯৬০ সালে দুর্নীতির মামলায় শেখ মুজিবুর রহমানের দু বছর কারাদন্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিগত তত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দুর্নীতির মামলায় কারাগাওে যেতে হয়েছে। কিন্তু দেশবাসী কাউকে প্রত্যাক্ষান করেনি। মিথ্যা মামলায় খালেদা কেউ প্রত্যাক্ষানতো দুরের কথা আজ বেগম জিয়া ও বিএনপি’র জনপ্রিয়তা সবার থেকে শীর্ষে অবস্থান করছে।

২০০৯ সালে শেখ হাসিনা কস্শতায় যাওয়ার প্রাক্কালে ১/১১ এর সেনা সমর্থিত জরুরী সরকার উভয় নেত্রীর নামে মামলা দায়ের করলেও শেখ হাসিনা ক্ষমতায় এসে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ক্ষমতার অপব্যবহার কওে প্রত্যাহার ও অনুগত বিচারকে দিয়ে বাতিল করে নেন। শেখ হাসিনা তার নিজম্ব ও ধামাধরা বিচারক বসিয়ে ২০১০সালের ৩মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মাত্র ৩ মাসের মধ্যে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ কওে নেন।

দুর্নীতি দমন কমিশন কোমর বেঁধে বেগম খালেদা জিয়ার মামলা লড়ছে এবং তাঁর জামিনের বিরোধিতা করছে সেই দুর্নীতি কমিশন শেখ হাসিনার ১৫টি দুর্নীতি মামলা খারিজ ও প্রত্যাহার করার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। কেন তারা আপিল করেনি বলে মিনু প্রশ্ন করেন। এমনকি কোন মামলায় শেখ হাসিনাকে আদালতে দাঁড়াতে হয়নি। ১৫াট মামলার মধ্যে ৬টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার ও অবশিষ্ঠ নাইকোসহ ৯টি মামলা হাইকোর্টেও মাধ্যমে ক্ষমতার অপব্যহার কওে খারিজ করে নেন।

শেথ হাসিনার আমলে বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি শামসুল হুদার বেঞ্চে মাত্র তিন মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ৫টি মামলা খারিজ কের দেয়া হয়। এই ৫টি মামলা হলো ৪৪৭৭ কোটি টাকার ফ্রিগেট (যদ্ধ জাহাজ) ক্রয় দুর্নীতি, ১ কোটি টাকপার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, ১৩হাজার ৬০২ কোটি ৫০লক্ষ টাকার নাইকো দুর্নীতি মামলা, কোটি টাকার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দূর্নীতি মামলা এবং কোটি ১০ লাখ টাকার বেপজায় পরামর্শক নিয়োগের মামলা।

ঠিক একই সময়ে হাইকোর্টের অপর বেঞ্চের সিনিয়র বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকও মাত্র তিন মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা খারিজ করে দেন। মামলাগুলো হলো-৫২কোটি টাকার নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত ৩টি মামলা এবং ৭০০ কোটি টাকার মিগ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা।

প্রধানমন্ত্রীর নামে চেকের মাধ্যমে সরাসরি ঘুষ নেয়ার মামলা যদি রাষ্ট্রীয় প্রভাব বিস্তার করে প্রত্যাহার কার হয় তাহলে দেশে আইনের শাসন কোথায় থাকে। এক টাকাও দুর্নীতি না করে বেগম জিয়াকে যদি জেলে যেতে হয়, তবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দায়ে অভিযুক্ত শেখ হাসিনার ও অন্যান্যদের কি শাস্তি হওয়া উচিৎ তা ভবিষ্যতে জনগণের আদালতেই নির্ধারিত হবে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪