|

ঐতিহ্যবাহী মহিষের লড়াই দেখতে উৎসুক জনতার ভীড়

প্রকাশিতঃ ২:০২ পূর্বাহ্ন | মার্চ ১৮, ২০১৮

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই দেখতে উৎসুক জনতার ভীড় । শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিলা সংলগ্ন মাঠে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসীন্দা মো.সোহেল মীর’র পালিত দু’টি মহিষ প্রায় ঘন্টা ব্যাপী লড়াই চালায়।

এসময় মহিষের লড়াই দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ওই মাঠে জড়ো হয়।

লড়াই দেখে ফিরে এসে হমায়ুন কবির জানান, জীবনে প্রথম মহিষে লড়াই দেখলাম। দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হরানোর জন্য যুদ্ধ চালাচ্ছে। লড়াই শেষ না হলে মহিষ পালক ওই দুইটি মহিষের পায়ে রশি লাগিয়ে দু’দিকে বিভক্ত করে। তবে কোনটাই পরাজিত হয়নি।

টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীর জানান, প্রতি বছরই মহিষের লড়াই অনুষ্ঠিত হয়। এটি আমদের পারিবারিক ঐতিহ্য। প্রায় ৫০ বছর যাবৎ চলে আসছে।

দেখা হয়েছে: 918
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪