|

শিক্ষা প্রতিষ্ঠান সুনাগরিক তৈরীর ভূমিকা রাখে: মর্জিনা আক্তার

প্রকাশিতঃ ৪:২৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
শুধু পাসের হার আর জিপিএ ৫ বাড়ালেই হবে না, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। ছাত্র ছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। কোন ছাত্র দূর্বল থাকলে অভিভাবকদের সাথে সমন্বয় করে তার ব্যবস্থা নিতে হবে।

ক্লাশে পাঠদান করাই কেবল একজন শিক্ষকের কাজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান দেশের জন্য সুনাগরিক তৈরীতে বিশেষ ভূমিকা রাখে, একজন শিক্ষক হিসাবে সে দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোচিং সেন্টারগুলো আমাদের ছেলেমেয়েদের সর্বনাশ করে দিচ্ছে, ছেলেমেয়েরা স্কুল বাদ দিয়ে কোচিংয়ে ক্লাস করে, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কিছু কিছু শিক্ষক নামে বেনামে বিভিন্ন কোচিংয়ের সাথে জড়িত আছে। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের ব্যাপারে আমাকে বা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তথ্যদিন, তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ গৌরীপুর বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানবৃদ্ধি, ডিজিটাল ক্লাস পদ্ধতি প্রবর্তন ও কোচিং সেন্টারের কারণে বিদ্যালয়ের শিক্ষার ওপর কুপ্রভাব বিষয়ে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন– গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মো: রুকুন উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম।

এ ছাড়াও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, কাউরাট আকবর আলী দাইখল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুন, লামাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীরসহ উপজেলার ৫৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪