|

আগৈলঝাড়ায় বিদ্যুতায়িতে আহত: ঘটনার সালিশে হামলা আহত ৫

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | মার্চ ২২, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
দেড়মাস যাবৎ মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে আহত কাঠমিস্ত্রী সুমন রায়। অভিযুক্তর চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাসের পরেও তা না দেয়ায় স্থানীয়ভাবে ডাকা সালিশ বৈঠকে অভিযুক্তর পক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।

সালিশ বৈঠক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের হরিহর রায়ের ছেলে গোপাল রায় গত ২ ফেব্রুয়ারি তার মুলাক্ষেতে রাতের আঁধারে কাউকে না জানিয়ে তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ৩ ফেব্রুয়ারি খুব ভোরে স্থানীয় কৃষক কালাচাঁদ রায়ের ছেলে কাঠমিস্ত্রী সুমন রায় (২০) ওই বিদ্যুতায়িত তারে জড়িয়ে গুরুতর আহত হয়।

সুমনকে উদ্ধার করতে গিয়ে ওই বাড়ির বাসুদেব রায়ের মেয়ে ষষ্ঠশ্রেণীর ছাত্রী বন্যা রায়ও বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় সুমনকে বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করে। ওই ঘটনায় অভিযুক্ত গোপাল রায় আহত সুমনের চিকিৎসায় আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিলেও গত দেড়মাস যাবৎ হাসপাতাল বেডে মৃত্যুযন্ত্রণায় ছটফট করা সুমনের চিকিৎসায় অভিযুক্ত গোপাল রায় কোন আর্থিক সহায়তা দেয়নি।

গোপাল কোন আর্থিক সহায়তা না দেয়ায় গত দু’দিন পূর্বে আহত সুমনের বাড়িতে স্থানীয় হরিমোহন গাইন, হরিদাস গাইন, রনজিৎ বৈরাগী, পরিমল সেন, কিরন বেপারী, কৃষ্ণ বেপারী, জিতেন মুন্সী সালিশ বৈঠকে বসেন।

ওই সালিশ বৈঠকে হাসপাতালে ভর্তি অসহায় সুমনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে বলায় অভিযুক্ত গোপাল রায়, তার আত্মীয় চাঁদশী গ্রামের পরিমল মন্ডলসহ তার পক্ষের লোকজন হামলা চালিয়ে হরবিলাস মুন্সী (৩৫), সজল মুন্সী (২৫), কমল রায় (২৮), বাসুদেব রায় (৪০) এর উপর হামলা চালিয়ে আহত করে।

এসময় অভিযুক্ত গোপাল রায়ও প্রতিপক্ষের হাতে আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আহত সুমনের বাবা হতদরিদ্র কালাচাঁদ রায় ছেলের চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে এখন নি:স্ব হয়ে পরেছেন।

দেখা হয়েছে: 389
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪