|

সুন্দরগঞ্জে ভোট সুষ্ঠু হলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত—এরশাদ

প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ন | মার্চ ০৯, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ভোট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না।

বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জের উপ-নির্বাচনের ভোট থেকে। একমাত্র জাতীয় পার্টি সেই পরিবর্তন ঘটাতে পারবে। মানুষ এখন আর শান্তিতে নেই, কেউই নিশ্চিন্তে ঘুমাতে পারে না। দেশে খুন, ধর্ষণ, গুম চলছে, জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান করবে।

আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জের উপ-নির্বাচন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি নির্বাচনের মত একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের উপর সাধারণ মানুষের বিশ্বাস অর্জন হবে বলে জানান এরশাদ।

জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ ও রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ

এর আগে এরশাদ দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে করে সদর উপজেলার মধু বিড়ির চাতালে এসে পৌঁছান, সেখান থেকে দাড়িয়াপুরে জনসভা শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

দেখা হয়েছে: 563
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪