|

দুর্গাপুরে আবাদি জমি বাঁচাতে কোদাল হাতে চাষীদের বিক্ষোভ

প্রকাশিতঃ ৪:১৮ পূর্বাহ্ন | মার্চ ০৫, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ির আংরার বিলে অপরিকল্পিত ভাবে পুকুর খননে ক্ষতিগ্রস্ত চাষীরা পানি নিষ্কাশনের জন্য উপজেলা (ভুমি) অফিসের সামনে অবস্থান ধর্মঘট ও কোদাল হাতে বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পযর্ন্ত উপজেলা এসিল্যান্ড অফিসের সামনে প্রায় তিন ঘন্টাব্যাপী শতার্ধীক ক্ষতিগ্রস্থ কৃষক কোদাল হাতে নিয়ে অফিসের সামনে অবস্থান করেন।

অবস্থানরত চাষীরা জানান, পাঁচুবাড়ি আংরার বিলে ৩ বছর ধওে অপরিকল্পিত ভাবে পুকুর খনন করে অসছিলো এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা। ওই সকল পুকুর খননের ফলে আংরার বিলে প্রায় ১ হাজার বিঘা ফসলি জমি পানি বন্দি হয়ে পড়েঠে। বর্তমানে ওই বিলে পানি নিষ্কাশন না হওয়ার কারনে জমিতে নামতে পাচ্ছেন না চাষিরা।

এ ঘটনায় একাধিক বার চাষিরা উপজেলা ভূমি অফিসে অভিযোগ দেওয়ার পরেও তেমন সুফল পাননি বলে জানান তারা। সর্ব শেষ পানি নিষ্কাশনের জন্য উপজেলা ভুমি অফিস হতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যানের করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করার কথা বলা হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এ ঘটনায় অত্র এলাকায় প্রায় দেড় শতাধিক ক্ষতিগ্রস্থ চাষীরা পানি নিষ্কাশনের জন্য কোদাল হতে নিয়ে উপজেলা ভুমি অফিসের সমানে অবস্থান নেয়। তারা আরো জানান গত বর্ষা মৌসুমে ওইসকল পুকুর খননের ফলে পানি বন্দি হওয়ায় আব্দুল কাদের, আব্বাস আলী,মকছেদ আলী, সাইদুর রহমানসহ ৩০জনের পানের বরজ পযন্তও পানি ওঠে নষ্ট হয়ে যায়।

অত্র এলাকার কৃষক নজুরুল ইসলাম জানান, উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাদের কথা মতে তারা ধান চাষ করার জন্য ধানের বীজ রোপন করেছিলাম। বর্তমানে ধানের বীজতলার সময় পার হয়ে যাচ্ছে। এ পর্যন্ত ভুমি অফিস থেকে কোন ব্যবস্থা গ্রহন না করায় আমরা বার্ধহয়ে ক্ষতিগ্রস্থ চাষীরা পরিবার বাচাঁনোর জন্য কোদাল হাতে নিয়ে উপজেলা ভুমি অফিসে অবস্থান করি।

এবিষয়ে বেলা পৌনে ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা শ্রী সমর কুমার পাল, চাষীদের আশ্বস্ত করলে চাষীরা অবস্থান ত্যাগ করেন।

দেখা হয়েছে: 504
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪