|

লাইসেন্স ছাড়াই মুদি, ক্রোকারিজ ও কসমেটিক্স দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি

প্রকাশিতঃ ১২:৪৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের কালিয়ায় লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার প্রতিটি বাজারে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই শত শত দোকানে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। আইনের তোয়াক্কা না করেই শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়েই চা দোকানি থেকে শুরু করে বৃহত্তর মুদি দোকানি, ক্রোকারিজ ও কসমেটিক্স দোকানিরা পর্যন্ত খোলামেলা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার করছে।

বিপণী দোকানগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ থাকার নিয়ম থাকলেও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার নেই। সরকারি নিয়ম অনুসারে সিলিন্ডার ব্যবহার ও বিপন্ন ও বাজারজাত করতে হলে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে অবশ্যই বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ রাখতে হবে।

বাজারে কোনো ব্যবসায়ীর সিলিন্ডার বিক্রির বৈধ লাইসেন্স নেই। দুই-একটি থাকলেও গ্যাস সিলিন্ডার রাখার গুদাম ঘর নেই। উপজেলার কোনো ব্যবসায়ীই আইনের তোয়াক্কা করছেন না। বরং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাট-বাজারে খোলামেলা শত শত লোকের মাঝে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ এ গ্যাস সিলিন্ডার ছড়িয়ে-ছিটিয়ে দেদারসে বিক্রি করছেন।

তারা আদৌ জানেন না, এ ব্যবসা করতে হলে কোনো দপ্তরের অনুমোদন বা লাইসেন্স লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, এলপি গ্যাস বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স লাগে এটা জানতাম না। বছরখানেক আগে একবার ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকার কারণে আমাদের জরিমানা করেছিল। তখনই জানলাম গ্যাস বিক্রি করতে লাইসেন্স লাগে। খুব শীঘ্রই লাইসেন্সের জন্য আবেদন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, লাইসেন্স এবং গুদাম ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করা বেআইনি। আমি কালিয়াতে অল্প কিছুদিন হলো যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

দেখা হয়েছে: 1083
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪