|

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

প্রকাশিতঃ ৩:৫৯ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়কুপা গ্রামের এক কিশোরী প্রেমের টানে পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিয়ের দাবিতে ছুটে এলেও নাবালিকা হওয়ায় গ্রামবাসি তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মঙ্গলবার তুলে দেয় তার পরিবারের হাতে।

কিশোরি প্রেমিকা পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের বড়কুপা গ্রামের মেয়ে। তার পিতা বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী।

গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এসএম রিপন জানান, অনন্তপুর গ্রামের লিটু মিয়ার ছেলে মহসিন আলী (১৮) একটি বেকারির মালামাল সরবরাহকারির ভ্যান চালক। সে ফ্যাক্টরির মালামাল নিয়ে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ বাজারে প্রতিদিন বেকারির উৎপাদিত মালামাল সরবরাহ করতে যেত।

এরই সুত্র ধরে দাড়িদহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী র নাবালিকা (১৪) এর সাথে তার পরিচয় হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সম্প্রতি মহসিন আলী ছাত্রী (নাবালিকা )কে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ছেলের পরিবারের অস্বচ্ছলতা থাকায় ছাত্রী মা ও আত্মীয়-স্বজনরা এ বিয়েতে রাজি ছিল না।

এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রীটি বাড়ি ছেড়ে ভালবাসার টানে ছুটে যায় প্রেমিক মহসিন আলীর বাড়িতে। সেখানে ছাত্রীটি অবস্থান এলাকার লোকজন জানতে পেরে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। কারণ ওই ইউনিয়নে বাল্য বিবাহ নিষিদ্ধ। পরে এ ছাত্রীটিকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং রাতে পার্শ্ববর্তী এক মহিলা গ্রাম পুলিশের হেফাজতে তার বাড়িতে রাখা হয়।

ইউপি চেয়ারম্যান মেয়ের বাড়িতে খবর দিলে ছাত্রীর পরিবারের লোকজন মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে আসে এবং মুচলেকা দিয়ে মেয়ের ভগ্নিপতি শহিদুল ইসলাম ও খালু গোলজার হোসেনসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা ছাত্রী নাবালিকাকে বাড়িতে নিয়ে যায়।

দেখা হয়েছে: 430
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪