|

রাজশাহী-১ আসনে গোলাম রাব্বানি শুভ বার্তার অপেক্ষায়

প্রকাশিতঃ ২:০৬ পূর্বাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

আলিফ হোসেন, তানোর:
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও জননন্দিত গণমানুষের নেতা সবার প্রিয় (রাব্বানি ভাই) গোলাম রাব্বানি দলের হাইকমান্ডের শুভ বার্তার অপেক্ষায় রয়েছেন বলে তাঁর অনুগতদের দাবি। সম্প্রতি আওয়ামী লীগের হাইকমান্ডের ডাকে গোলাম রাব্বানি ঢাকা সফর করেছেন।

এদিকে রাব্বানির ঢাকা সফরের পর তাঁর অনুগতরা তাকে নিয়ে আশাবাদি হয়ে উঠেছে ও হাইকমান্ডের শুভ বার্তার অপেক্ষায় প্রহর গুনছে। তৃণমূলের অভিমত, কর্মী ও জনবান্ধব নেতা গোলাম রাব্বানীর বিশাল জনসমর্থন, রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক পরিচিতি, বিশাল কর্মী বাহিনীসহ সাধারণ নির্বাচনে এমপি প্রার্থী হবার সব যোগ্যতা থাকার পরেও মনোনয়ন প্রাপ্তির অশুভ প্রতিযোগীতায় টিকতে না পেরে তাকে বার বার ফিরে আসতে হয়েছে।

কিন্তু এবার আওয়ামী লীগের হাইকমান্ড ঘোষণা দিয়েছে বিত্ত ও মূখ দেখে নয় তৃণমূলের জনমত যাচাই করে দলীয় মনোনয়ন নিশ্চিত করা হবে। আর হাইকমান্ডের এমন ঘোষণার পর পরই রাব্বানির অনুগত নেতাকর্মীরা তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাজশাহী-১ আসন বিষয়ে ইতমধ্যে আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল মনোনয়ন প্রত্যাশী সাম্ভব্য প্রার্থী হিসেবে গোলাম রাব্বানি ও (সাবেক) পুলিশ কর্মকর্তা মতিউর রহমানকে মাঠে নামার ইঙ্গিত দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী এমনকি সাধারণ মানুষের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন গোলাম রাব্বানী। ইতমধ্যে আওয়ামী লীগ বিরোধী শিবিরও তাকে সাম্ভব্য প্রার্ধী বিবেচনা করে তাদের পরিকল্পনা আকছেন।

এদিকে চলতি বছরের ১০ জানুয়ারী বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্ডুমালা পশুহাটে গোলাম রাব্বানির আহবানে ডাকা আলোচনা সভায় প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হলে আলোচনা সভা জনসুমুদ্রে পরিণত হয়ে উঠে। অন্যদিকে চলতি বছরের ২৫ জানুয়ারী বৃহস্পতিবার মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী।

তানোর থেকে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে এমপিকে অনুষ্ঠানে নিয়ে আশা হলেও সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংঘঠনের নেতাকর্মীদের তেমন কোনো উপস্থিতি ছিলনা। এদিকে এই দুটি অনুষ্ঠান নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে,এদের কেউ বলছে রাব্বানীর আহবানে সাড়া দিয়ে কুড়ি হাজার মানুষের সমাগম ঘটেছে, কিন্তু এমপি মহোদয় বিদায়-নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকলেও নেতাকর্মীদের তেমন কোনো উপস্থিতি ছিল না, তাহলে এর কারণ কি ? আয়োজকদের ব্যর্থতা না ? কি ? নেতার জনপ্রিয়তা হ্রাস ? ইত্যাদি বিষয়ে সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের ১০ জানুয়ারী বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোলাম রাব্বানির আহবানে মুন্ডুমালা পশুহাটে আলোচনা সভায় প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতিতে তা জনসুমুদ্রে পরিণত হয়ে উঠে। রাব্বানির শুধু মাত্র মুঠোফোনের ডাকে সাড়া দিয়ে এমন জনসূমুদ্রের খবর ছড়িয়ে পড়লে রাব্বানিবিরোধী শিবিরের চোখেমূখে চরম হতাশার চিত্র ফুটে উঠেছে।

এদিকে গোলাম রাব্বানির ওই জনসভার খবর বিভিন্ন ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে প্রচার হলে তা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের নজর কাড়ে এবং তারাও তাকে নিয়ে উচ্ছসিত হয়ে উঠে। রাব্বানির জনসুমুদ্রের ওই খবর বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের পর পরই আওয়ামী লীগের হাইকমান্ড থেকে গোলাম রাব্বানির ডাক আসে বলে তার ঘনিষ্ঠরা নিশ্চিত করেছে। আবারো রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনায় ফিরে এসেছে গোলাম রাব্বানির নাম।

জানা যায়, বরেন্দ্র অঞ্চলে প্রায় শত বছরের রাজনৈতিক ঐতিহ্যবাহী (প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী) মাহাম পরিবার যে এখানো এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ও তৃণমূলের রাজনৈতিক অঙ্গনে একচ্ছত্র আধিপত্য রয়েছে গোলাম রাব্বানির আহবানে প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতি সেটা আবারো প্রমাণ করেছে। এক জন রাজনৈতিক নেতা কতোটা কর্মী-জনবান্ধব ও রাজনৈতিক দূরদর্শীতা সম্পন্ন হলে তার ডাকে সাধারণ এভাবে সাড়া দেয় রাব্বানি এই জনসূমুদ্রের মাধ্যমে আবারো তা প্রমাণ করেছেন।

এছাড়াও এসব বিবেচনায় মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে অন্যদের থেকে তিনি অনেকটা এগিয়ে গেছেন। মুন্ডুমালার ইতিহাসে স্মরণকালের সর্ববৃহত এই জনসুমুদ্রের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূলে এখানো রাব্বানির আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে এবং তৃণমূলের মতামতের ভিত্তিত্বে সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হলে তার মনোনয়ন পাওয়া অনেকটা নিশ্চিত হয়েছে।

ওদিকে রাব্বানি বিরোধী শিবির তার ডাকা আলোচনা সভায় যেতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে নানা ভাবে ভয়ভীতি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেও গণজোয়ার ঠেকাতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। ফলে গণমানুষের নেতা হিসেবে গোলাম রাব্বানি আবারো প্রমাণ দিয়েছেন। রাব্বানির জনস্রোতে ভেসে গেছে অনুপ্রবেশকারি হাইব্রিড যারা এতোদিন রাব্বানির কোনো জনপ্রিয়তা নাই বলে লোক-সমাজে অপপ্রচার করে বাহবা নিয়েছেন এই জনস্রোতের কারণে এখন তাদের মূখ লুকানো দায় হয়ে পড়েছে। তবে রাব্বানির সমর্থক গোষ্ঠির দাবি এটা প্রস্তুতি মূলক সভা সবেমাত্র শুরু আগামিতে আরো বড় ধরণের কর্মসূচি রয়েছে

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, যেখানে একই দিনে রাব্বানি বিরোধী শিবির বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা আয়োজন করে লাখ লাখ টাকা বিনিয়োগ ও ব্যাপক-প্রচার-প্রচারণা করেও সভায় লোকসমাগম করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সেখানে রাব্বানির শুধুমাত্র মুঠোফোনের আহবানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। এছাড়াও কোনো এই অঞ্চলের সাধারণ মানুষ রাব্বানিকে তাদের (লেনসেন ম্যান্ডেলা) ম্যান্ডেলা বলেন সেটিও প্রমাণ হয়েছে।

এদিকে রাব্বানিকে ঘিরে সাধারণ মানুষের এই জনস্রোত উপজেলার রাজনৈতিক অঙ্গনে আবারো আলোচনার সূত্রপাত করেছে। আওয়ামী লীগ বিরোধীরাও রাব্বানির এমন জনস্রোত থেকে বিস্ময়ে হতবাক হয়ে তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রাজশাহী-১ আসনে গোলাম রাব্বানি শুভ বার্তার অপেক্ষায়

রাজশাহী-১ আসনে গোলাম রাব্বানি শুভ বার্তার অপেক্ষায়

দেখা হয়েছে: 472
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪