|

প্রধানমন্ত্রীর নির্দেশ লঙ্ঘন করলেন সরকারি কর্মকর্তা

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সরকার বা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও নীতিমালা লঙ্ঘন করে সরকারি কর্মকর্তা বাণিজ্যিক ভাবে কৃষি জমিতে পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে। তানোরের চাঁন্দুড়িয়া ইউপির হাড়দহ বিলে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ স্কীমের তিন ফসলি কৃষি জমিতে এসব পুকুর খনন করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজশে প্রকাশ্যে দিবালোকে (স্কেলেটার) মেশিন দিয়ে এসব পুকুর খনন করা হচ্ছে। ইতমধ্যে গভীর নলকুপের স্কীমভূক্ত প্রায় ৮০ বিঘা জমিতে পুকুর খনন করা হয়েছে, এখন যেটুকু বাঁকি আছে সেখানে পুকুর খনন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের বাসিন্দা রিয়াজ মাস্টারের পুত্র ও বগুড়া জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম এসব পুকুর খনন করছেন। এদিকে এসব পুকুর খননের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

কিšত্ত খননকারি সরকারি কর্মকর্তা বলে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না, অনেকক্ষেত্রে প্রতিবাদ করেও প্রতিকার তো মিলছেইনা বরং উল্টো নানান ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। দেশের সরকার প্রধান ও প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এক ছটাকর কৃষি জমি নস্ট বা শ্রেণী পরিবর্তন করে কোনো অবস্থাতেই কোনো স্থাপনা-কলখারখানা বা নির্মাণ বা অকৃষি কাজে ব্যবহার করা যাবে না। অথচ সরকারি কর্মকর্তা হয়েও সরকার প্রধানের সেই নির্দেশনা উপেক্ষা করে কৃষি জমিতে পুকুর খনন করে চলেছে।

কিšত্ত বিষয়টি যেনো দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ তবে কি সরকার প্রধানের ঘোষণার কোনো মূল্য নাই, না কি এরা সরকারি কর্মকর্তা হয়ে সরকার প্রধানের থেকেও শক্তিশালী, নইলে প্রকাশ্যে দিবালোকে বিনা বাধায় কি ভাবে এসব পুকুর খনন করা হচ্ছে। স্থানীয়রা সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, অপরিকল্পিত ভাবে এলাকায় পুকুর খননের কারণে এলাকায় দেখা দিচ্ছ জলাবদ্ধতা কমে যাচ্ছে ফসলি জমি ও খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। আবার কৃষি জমিতে বাণিজ্যিক ভাবে পুকুর খননের ফলে এলাকার শত শত কৃষি শ্রমিক কর্মসংস্থানের অভাবে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

তানোরের চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর, হাড়দহ, সিলিমপুর এলাকাল কৃষি নির্ভর পরিবারগুলো অপরিকল্পিত ভাবে কৃষি জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে পুকুর খনন বন্ধ ও অবৈধভাবে কৃষি জমিতে খনন করা পুকুর ফের কৃষি জমিতে রুপান্তরিত করার দাবি করেছেন।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ঢাকা থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এব্যাপারে জেলার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রশিক্ষনের জন্য রংপুর রয়েছেন এর বাইরে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

দেখা হয়েছে: 559
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪