|

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৭:৪৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছয় বছরেও কোনো বিচারকার্য ও তদন্তের অগ্রগতি না হওয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আরটিজেএর সভাপতি আহসান হাবিব অপুর সভাপতিত্বে বক্তারা বলেন, এই মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের ছয় বছর পরও ঘটনার তদন্তের কোনো অগ্রগতি নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখন খুব তৎপর। যেকোনো ঘটনা এখন অনেক দ্রুত তদন্ত করা হচ্ছে। তাহলে এ হত্যাকাণ্ডের তদন্ত হতে কেন এতো দেরি হচ্ছে? এখনো এ ঘটনার তদন্ত না করায় সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তাই অতিদ্রুত সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা দরকার।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান আনিসুজ্জামান,রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, দৈনিক সমকাল ও ডিবিসি চ্যানেলের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, এসএ টিভির ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুস্তাফিজ রনি,রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয় ও ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর প্রমূখ।

দেখা হয়েছে: 408
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪