|

চাকুরী নিয়মিতকরনের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ ৭:৫২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

মোঃ কামাল হোসাইন, ময়মনসিংহঃ

ময়মনসিংহে সরকারী কলেজ গুলোতে কর্মরত বেসরকারী কর্মচারীদের চাকুরী নিয়মিতকরনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বেসরকারী কর্মচারী কল্যান সমিতি।

রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে আনন্দ মোহন কলেজের কর্মচারীদের সাথে আরো অংশগ্রহণ করেন, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের কর্মচারীবৃন্দ।

এসময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আহব্বায়ক সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্ত্বতা প্রকাশ করেন।

বেসরকারী কর্মচারী কল্যাণ সমিতি আনন্দ মোহন কলেজ শাখার আহবায়ক মোঃ শাহীন কাদির ভূইয়ার সভাপতিত্বে ও অফিস সহায়ক আরজু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সুমন চন্দ্র দে, মুরাদ আহম্মেদ মাসুম, মোঃ আব্দুল কাদের, আবু হায়াত মোঃ শামসুল হক, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের কর্মচারীবৃন্দ থেকে কামরুল ইসলাম, সুমন মিয়া, ছুটন, মোঃ আজগর আলি প্রমুখ।

সরকারি কলেজে কর্মরত মাস্টাররোল কর্মচারীদের বেঁচে থাকার তাগিদ জানিয়ে মানবন্ধন কর্মসূচীর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়সহ মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানবন্ধন কর্মসূচীতে বক্ত্যারা বলেন, বাংলাদেশে ৩৫০টির অধিক সরকারী কলেজে কর্মরত কর্মচারীদের ৯০% বেসরকারী মাস্টাররোল কর্মচারী।

যারা সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করে। এই উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মশাল জ্বালিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে এই বেসরকারী মাস্টাররোল কর্মচারীরা।প্রতিষ্ঠানের সার্মথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের থেকে অর্থ সংগ্রহ করে এসব বেসরকারী মাস্টাররোল কর্মচারীদের বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, বর্তমান বাজার কাঠামো, জীবন-যাপনের ব্যয়ভার এ স্বল্প বেতনে চালিয়ে নেওয়া অনেক কষ্টকর। ৪০০০/৫০০০ হাজার টাকা বেতনে অনার্স-মাস্টার্স ডিগ্রীধারী কম্পিউটার অপারেটর ও সহায়ক কর্মচারীরা তাদের সেবা অব্যাহত রেখেছে। কিন্তু এ অবস্থায় মলিনমুখ এ বিশাল বেসরকারী মাস্টাররোল কর্মচারী দ্বারা একুশ শতকের গুনগত শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমরা গুনগত সেবা প্রদানের লক্ষ্যে চাকুরির আর্থিক নিরাপত্তা চাই। আমাদের চাকুরিকে রাজস্ব খাতে স্থানান্তর চাই।

এসময় বক্তারা উপস্থিত অনেক বেসরকারী মাস্টাররোল কর্মচারীদের উল্লেখ করে বলেন, এখানে অনেক ভাই আছেন যারা ১৫/২০ বছর ধরে চাকুরি করছেন, যারা ১০ বছর পর যখন চাকুরি থেকে বিদায় নিবেন তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। বার্ধ্যক্যে মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম আর্থিক নিশ্চয়তাও তিনি পাবেন না।

চিকিৎসার অভাবে অন্যের গলগ্রহ হয়ে দিনযাপন করতে হবে। তাই এ অবস্থা থেকে বেসরকারী মাস্টাররোল কর্মচারীরা পরিত্রাণ চায়। শিক্ষার সহায়ক শক্তিরূপ হাসিমুখে আমাদের কাজকর্ম অব্যাহত রাখার লক্ষ্যে চাকুরি নিয়মিত করে রাজস্ব খাতে স্থানান্তর চাই।

উল্লেখ্য, ১৯৭৫-১৯৮৫ সালে সরকারী আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীসহ অনার্স-মাস্টার্স কোর্স চালু ছিল ০৪টি এবং ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৩৫০০ হতে ৪৫০০ হাজার। সেই সময় কর্মচারী ছিল ৩য় শ্রেণীর কর্মচারী ছিল ১০জন এবং ৪র্থ শ্রেণীর নিয়মিত কর্মচারী ছিল ৪২জন।

এছাড়াও রাজস্ব খাতের অনিয়মিত কর্মচারী হিসেবে কর্মরত ছিল ২২জন। বর্তমানে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীসহ অনার্স-মাস্টার্স কোর্স চালু আছে ২০টি এবং ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৩৩,০০০ হাজার থেকে ৪০,০০০ হাজার। এখানে ৩য় শ্রেণীর কর্মচারী পদ ১০টি এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীর পদ ২০টি।

উল্লেখ্য, শিক্ষার্থীর সংখ্যা ০৮ গুণ বৃদ্ধি পাওয়ার পরও কোন ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পদ বৃদ্ধি না পেয়ে ১৯৮৩ সালের এনাম কমিটির নিদের্শনানুযায়ী পদের সংখ্যা কমেছে। এ স্বল্প সংখ্যক সরকারী কর্মচারী দ্বারা কলেজ পরিচালনা সম্ভব হচ্ছে না বিধায় বেসরকারীভাবে ৩য় ও ৪র্থ শ্রেণীর বেসরকারী মাস্টাররোল কর্মচারী দিয়ে কলেজ পরিচালনা করা হচ্ছে।

দেখা হয়েছে: 447
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪