|

বয়সসীমা ৩৫ করার দাবিতে গৌরীপুরে মানববন্ধন

প্রকাশিতঃ ৫:৫২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরের সাধারণ ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

গৌরীপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষ বর্ষের শিক্ষার্থী চায়না রানী সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান বাবুল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, প্রভাষক সেলিম আল রাজ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, পূর্বকন্ঠের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন শরীফ, এইচটি তোফাজ্জল, গোলাম কিবরিয়া, মোখলেছুর রহমান, রাকিবুল হাসান শিপন, শামসুজ্জামান আরিফ, হারুন অর রশীদ, তৌহিদুল ইসলাম সুফল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- আমাদের দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিলো তখন চাকুরিতে প্রবেশের বয়স ছিলো ২৭ বছর, আয়ু বেড়ে ৫০ হলে তা ৩০ করা হয়। এখন বেড়ে ৭১ হওয়ার পরেও চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থাকতে পারে না। এই বয়স অন্তত ৩৫ হওয়া উচিত।

একই সাথে শিক্ষাক্ষেত্রে সেশনজট ও নানা জটিলতায় অনেক সম্ভাবনাময় তরুণরা বেকার হয়ে পড়ছে উল্লেখ করে ৩৫বছর করার জোর দাবী জানান।

দেখা হয়েছে: 453
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪