|

বোদায় সাংবাদিককে পুলিশ মারপিঠের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৮:৩৭ অপরাহ্ন | মার্চ ০৮, ২০১৮

আটোয়ারী,(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা থানার বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান বাবুকে নির্যাতন ও দোষী পুলিশের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে বোদা প্রেসক্লাবের উদ্যোগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজালাল, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, এম হাসান বাবু সহ বোদা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোদা মোডেল বালিকা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা উপজেলা ছাত্র লীগের সভাপতি অমি, বক্তব্য রাখেন

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাবু বোদা থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়। পুলিশ তাকে ও জহিরুল ইসলাম নামে তার এক সহকর্মীকে মারপিট করে মোবাইল মানিব্যাগ কেড়ে নিয়ে থানা হাজতে নেন।

পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা থানা থেকে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রাতেই বোদা থানার এএসআই ঝরণা ও কনস্টেবল রেজোয়ান ও অলিয়র রহমানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। বক্তারা অবিলম্বে সাংবাদিক বাবুর উপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দেখা হয়েছে: 606
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪