|

শরীয়তপুরে ৩দিন ব্যাপী ইজতেমা আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

মোঃ মহসিন রেজা রিপন, শরীয়তপুরঃ

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে আঞ্চলিক বিশ্ব ইজতেমা তিন দিনব্যাপী শুরু হয় বৃহস্পতিবার। ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ইজতেমা আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার আখেরি মোনাজাত শুরু হয় দুপুর ১২ টার সময় ২০ মিনিটের মোনাজাতে আল্লাহর কাছে দেশ ও দেশের মানুষের কল্যান কামনায় দোয়ার মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক বিশ্ব ইজতেমা।

এই ইজতেমায় লক্ষ লক্ষ ধর্ম প্রাণ মূসলমানের ঢল নেমেছিলো। ইজতেমায় অংশগ্রহনকারী ছাড়াও শনিবার ভোর থেকে জেলার ৬ উপজেলা সহ আশ পাশের জেলা থেকেও এসেছে আখেরী মোনাজাতের উদ্দেশ্যে হাজার হাজার মূসলিম দেখা গেছে মহিলাদেরও।

এ উপলক্ষে আংগারিয়া বাইপাস সড়ক এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। ইজতেমায় আগত মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় ১৭ একর জায়গাজুড়ে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়। গত বছরের ইজতেমার বিষয়টি মাথায় রেখে এবার দ্বিগুণেরও বেশি জায়গা নিয়ে প্রস্তুতি সম্পন্ন হয়।

মুসল্লিদের থাকার জন্য যে অবকাঠামো তৈরি করা হয়েছে, তাতে ৫০ হাজার মুসল্লি থাকার ব্যাবস্থা করা হলেও আরো বেশি মানুষ অবস্থান করে। এ ছাড়া এবারের ব্যবস্থাপনায় প্রায় ২ লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করে শুক্রবার।

মূলত এটা জেলা ইজতেমা হলেও শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ এবং চাঁদপুরসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হন।

এছাড়াও এই ৩ দিন তাবলিগের মুসল্লি, বিভিন্ন মাদ্রাসা-স্কুল-কলেজের ছাত্র ও এলাকাবাসীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন ইজতেমার নানান অবকাঠামো। মুসল্লিদের থাকার শেড নির্মাণ, অজুখানা, শৌচাগারসহ অন্যান্য স্থাপনা তৈরি করেছেন। এ আয়োজনের কাজে বিদেশি ১০টি জামাতসহ ১০০টি দেশি জামাত সহযোগিতা করেছেন।

২০১৬ সালের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও গ্রামে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় প্রায় দেড় লাখ মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করতে পেরেছিলেন।

এবারও সেখানে ইজতেমা আয়োজন করতে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তা আর করতে না পেরে আংগারিয়া কৃর্তিনাশা নদীর পারে আয়োজন করে এই আঞ্চলিক ইজতেমার। এখানে বিশাল পরিসরে ইজতেমার প্যান্ডেল তৈরি করা হয়েছিলো।

মুসল্লিদের অজু করার জন্য দুটি পুকুরের চারপাশ দিয়ে ঘাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া গোসলের জন্য ইজতেমার ময়দানের পাশেই রয়েছে কৃত্তিনাশা নদী। বিশুদ্ধ খাবার পানির জন্য মাঠজুড়ে ১ হাজার লিটার ও ৫০০ লিটারের ১০টি ট্যাংক বসানো হয়ে। মাঠের চারপাশে অস্থায়ী পাঁচশ’ শৌচাগার নির্মাণ করা হয়েছে। ময়দানজুড়ে আলোর জন্য আড়াই হাজারেরও বেশি বাল্ব দেওয়া হয়।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যাবস্থা ছিলো জেনারেটরের। ইজতেমার মাঠ প্রস্তুতির জিম্মাদারের দায়িত্বে নিয়োজিত মুরব্বি মো. মোজাম্মেল হক বলেন, ইজতেমায় ১০০টির বেশি তাবলিগ জামাতের মুসল্লি স্বেচ্ছাশ্রম দিয়েছে ১০টি বিদেশি জামাতের পাশাপাশি ১টি বাকপ্রতিবন্ধীদের জামাতও ছিলো সেবায়।

শরীয়তপুরে ৩দিন ব্যাপী ইজতেমা আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ

শরীয়তপুরে ৩দিন ব্যাপী ইজতেমা আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ

দেখা হয়েছে: 523
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪