|

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পেলো নতুন বই

প্রকাশিতঃ ৯:৫৬ অপরাহ্ন | জানুয়ারী ০১, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
শিক্ষাবর্ষের শুরুতেই বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। নতুন বছরের শুরুতে রাজশাহী মহানগরীসহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই পেয়ে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সবার হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন পাঠ্যবই।

গতকাল শুক্রবার সকালে মহানগরীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই আনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, নির্ধারিত সময়ে মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেয়া বর্তমান সরকারের একটি সাফল্য।

আওয়ামী লীগ সরকারের আগের কোনো সরকার কল্পনাও করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও উল্লেখ কওে বলেন, আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহায়তা চান তিনি। একই সঙ্গে বিনামূল্যে বিতরণের এসব পাঠ্যবই বাজারে বিক্রি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের সভাপতি রাজশাহী অঞ্চলের উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) ড.শারমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ,জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বছরের প্রথম দিন শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়গুলো ঘটা করেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়। বছরের প্রথম দিন ঝকঝকে পাঠ্যবই হাতে পেয়ে দারুণ খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

এবিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অপরাধ বার্তাকে জানান, চাহিদা মতো রাজশাহীর উপজেলা গুলোর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ করা হয়েছে। এবছর নতুন বই রাজশাহীর তিন লাখ ১৯ হাজার ১৪৫ জন শিক্ষার্থী পেয়েছে।

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পেলো নতুন বই

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পেলো নতুন বই

দেখা হয়েছে: 534
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪