|

রাজশাহীতে আরএমপির নতুন আট থানার কার্যক্রম শুরু

প্রকাশিতঃ ১২:১০ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবগঠিত আট থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলো হলো- পবা, কর্নহার, কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, কাটাখালি, এয়ারপোর্ট, চন্দ্রিমা ও দামকুড়া।

বৃহস্পতিবার সকালে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে থানাগুলোর কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সফরে এসে এ আটটি থানার উদ্বোধন করেন।

নতুন আট থানা গঠনে আরএমপিতে মোট থানার সংখ্যা হলো ১২টি। ১৯৯২ সালের ১ জুলাই চার থানা নিয়ে আরএমপি প্রতিষ্ঠার পর এবারই প্রথম একযোগে আটটি থানা বৃদ্ধি করা হলো। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আরএমপি কমিশনার মাহাবুবর রহমান নতুন আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেন। এরপর সরবরাহ করা হয় গাড়ি।

তাছাড়া এসব থানায় ওসি এবং ডিউটি অফিসারদের জন্য মুঠোফোনসহ সিমকার্ডও বরাদ্দ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো থানার কার্যক্রম। আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ভাড়া বাড়িতেই থানাগুলোর কার্যক্রম শুরু হলো।

তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো থানায় কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। থানার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন জনগণ আরও বেশি ভালোভাবে পুলিশি সেবা পাবেন। নতুন থানা হওয়ার আগে আরএমপির চার থানার এলাকা ছিল ২০৩ বর্গকিলোমিটার। এখন এলাকার পরিধি হলো প্রায় ৯০০ বর্গকিলোমিটার।

শহর ছেড়ে গ্রামেও পৌঁছছেছে মহানগর পুলিশের এলাকা। নতুন করে থানা হলেও মহানগরীর ভেতরে থাকা এখনকার ১২টি পুলিশ ফাঁড়ির কার্যক্রম আগের মতোই চলবে।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪