|

জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৪:২১ পূর্বাহ্ন | মার্চ ০৫, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তমনা লেখন অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনসমূহের মানববন্ধন-সমাবেশ রবিবার শহরের ১নং ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বার বার দেশের মুক্তমনা লেখক, বুদ্ধিজীবিদের উপর এই হামলা দেশের প্রগতিশীল শক্তিকে দুর্বল তথা মেধাশূণ্য করার ষড়যন্ত্রেরই অংশ।

বক্তারা বলেন, জাফর ইকবালের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৯৯৯ সালে যশোরে উদীচীর সম্মেলনে হত্যাকান্ডের মধ্যদিয়ে প্রতিক্রিয়াশীল শক্তির যে ভয়াবহতা সূচনা হয়েছিল এটি তারই ধারাবাহিকতা।

বক্তারা আরো বলেন, প্রতিক্রিয়াশীল এই শক্তিকে নির্মূলে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে দেশে গড়ে উঠেছে বিচারহীনতার সংস্কৃতি। সেই সুযোগকে কাজে লাগিয়ে এসব অপশক্তি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। বক্তারা অবিলন্বে জাফর ইকবালের হত্যা প্রচেষ্টার সাথে জড়িত ও নেপথ্যের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, আহম্মদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাযহার উল মান্নান, উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, জেলা জেএসডি সভাপতি লাসেন খান রিন্টু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, বাসদ নেতা মোস্তফা মনিরুজ্জামান, জাসদ নেতা জিয়াউল হক জনি, বিশিষ্ট সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, কৃষিবিদ ছাদেকুল ইসলাম গোলাপ, বাকবিশিস নেতা নেয়ামুল আহসান পামেল, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জন উদ্যোগ সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসমানী আকতার, গণ জাগরণ মঞ্চের সংগঠক সজীব রঞ্জন চাকী পলাশ, উদীচীর শিক্ষার্থী নীলাভ প্রমুখ।

দেখা হয়েছে: 380
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪