|

সিরাজদিখানে একই প্রেসক্লাবে ২ সাধারণ সম্পাদকের নামে প্রতারণা

প্রকাশিতঃ ২:১৫ অপরাহ্ন | মার্চ ২৯, ২০১৮

In the Sirajdee the same press club 2 general secretary named cheating

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সিরাজদিখান প্রেস ক্লাবে বর্তমানে দুইজন সাধারণ সম্পাদকের পদে রয়েছে। এ নিয়ে উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি স্থানে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

এমনকি এক সাধারণ সম্পাদকের নামে প্রতারণ করে আসছে আরেক সাধারণ সম্পাদক। গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লক্ষ্য করা যাচ্ছে, সিরাজদিখান প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রানঢালা শুভেচ্ছা জানান ওই প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইকু।

অপরদিকে, খোজ নিয়ে জানা গেছে বর্তমানে ওই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন সুব্রত দাস রনক। শুধু তাই নয় উপজেলার আইন শৃঙ্খলা মিটিংসহ প্রতিটি মিটিংয়েও অংশ গ্রহণসহ গত ঈদুল আযহা উপলক্ষে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষে দুইজন সাধারণ সম্পাদকই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

সুব্রত দাস রনক দৈনিক যুগান্তর সিরাজদিখান প্রতিনিধি এবং ইকবাল হোছাইন ইকু দৈনিক সংবাদ সিরাজদিখান প্রতিনিধি।বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশিল সমাজ দ্বিধার মধ্যে থেকে প্রশ্ন ছুড়ছেন কে আসল? কে নকল?

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০১৬ সালে (সব খবর২৪.কম) এবং ক্রাইমভিশন২৪.কম অনলাইন নিউজ পোর্টালসহ প্রায় ৪০/৪৫টি নিউজ পোর্টালে, সিরাজদিখানে “দারুন নিউজ”এর মুখোশ উম্মোচন ! শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দাবীদার সুব্রত দাস রনক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “দারুন নিউজ” নামে প্রতারণামূলক একটি আইডি খুলে মানুষকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন চাঁদাবাজিও করেছে বলে প্রমানিত হয়েছিল।

পরে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় কয়েকটি অভিযোগ হয়েছিল। তৎকালীন সময় সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন সুব্রত দাস রনক।

এ ব্যাপারে থানায় একের পর এক অভিযোগ হতে থাকলে সুব্রত দাস রনক নিজের পিঠ বাচানোর জন্য মুন্সীগঞ্জ জেলার শীর্ষ সাংবাদিকের বাসায় ক্রাইমভিশন২৪.কমের সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনকে ডেকে নিয়ে তার হাতে পায়ে ধরে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ডিলিট করা অনুরোধ করিলে এবং তার বিরুদ্ধে থানার অভিযোগের বাদীদের বুঝিয়ে বিষয়টি মিমাংসা করান।

সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপিত সামসুজ্জামান পনির জানান, ইকবাল হোছাইন গত ২৮ অক্টোবর,২০১৬ তারিখে উপজেলার ইছাপুরায় আলহাজ্ব মনছুর খান পাঠাগারে সিরাজদিখান প্রেস ক্লাবের নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আর সেই সময় সুব্রত দাস রনক ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

বর্তমানে সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি কে.এন ইসলাম বাবুল এর সাথে যোগসাজসে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব থেকে সিরাজদিখান প্রেসক্লাবে এসে সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে চলছে। মূলত সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইকু।

তিনি আরও বলেন, গত ২০১৪ইং সালে সুব্রত দাস রনক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন । নির্বাচনে তিনি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সাথে তার নিজের বাড়ীর ৫টি ভোটই পান । এরপর তিনি ক্ষিপ্ত হয়ে গঠনতন্ত্র বিরোধী কাজ করায় তাকে সিরাজদিখান প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছিল।

পরে সুব্রত দাস রনক নিজের স্বার্থে ইমতিয়াজ উদ্দিন বাবুলকে সাথে নিয়ে সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাব গঠণ করেন। সেখানেও তার কার্যকলাপ দৃষ্টিনন্দন না থাকায় অন্যান্য সদস্যরা প্রতিবাদ করায় সুব্রত দাস রনক সিরাজদিখান প্রেস ক্লাবে গিয়ে আবার যোগদান করিলে তাকে সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাব থেকেও বহিস্কার করা হয়েছে ।

নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইকু বলেন, আমি গঠণতন্ত্র অনুযায়ী সম্মানিত সদস্যদের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি।আমি গঠণতন্ত্র পরিপন্থী কোন কাজও করিনি । আমাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে কোন ব্যাপারে কোন হুশিয়ারীও করেনি । তাই আমার কমিটির মেয়াদ ২বছরে আমিই সাধারণ সম্পাদক । আমি ইদানিং শুনেছি অন্য একজন সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে বেড়াচ্ছে, অফিসে অফিসে গিয়ে কার্ড বিলাচ্ছে কিন্ত কিভাবে তা আমি জানিনা। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি । কেননা এমন কোন সিদ্ধান্ত প্রেস ক্লাবের সাধারণ সভা ডেকে নেয়া হয়নি যেখানে আমাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে । ইদানিং বীর বিক্রম নামক একটি ফেক আইডি থেকে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে । এ ব্যাপারে আমি সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ প্রসঙ্গে পরিচয়দানকারী সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক বলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে । সিরাজদিখান প্রেস ক্লাবের সকল সদস্যরা বসে ইকুকে বহিস্কার করেছে এবং আমাকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে ।

জানা যায়, নির্বাচনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. হাফিজ উদ্দিন আহমাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস এর সমন্বয়ক ব্যারিস্টার প্রিন্স ইলাহি, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, দৈনিক বর্তমানের সিনিয়র সাব এডিটর এম জহিরুল ইসলাম, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য সিদ্ধার্থ শঙ্কর ধর, ডেইলি স্টারের প্রকাশনা বিভাগীয় প্রধান ইমরান মাহফুজ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য জাওহার ইকবাল খান।

সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন (অব.) ডা. মাসউদুর রহমান প্রিন্স, প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আফজাল আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।

দেখা হয়েছে: 489
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪